Site icon Trickbd.com

ব্লগার সাইটে দ্রুতগতিতে গুগল এডেসেন্স এপ্রুভাল পাওয়ার কিছু টিপস।

Unnamed

আসসালামু আলাইকুম।
বাংলাদেশের শতকরা ৫০% লোকেরাই মনে হয় ব্লগার সাইটের সাথে জড়িত। এদের সবারই ছোটো খাটো, আবার কারো বড়, পারসোনাল কিংবা বিজনেস সাইট রয়েছে।
সবাই চায় তাদের সাইটে যেনো গুগলের এড গুলো দেখিয়ে কিছু পয়সা পকেটে রাখতে পারে।

কিন্তু সঠিক উপায়ে সাইট কাস্টমাইজ করতে না পারায় গুগলে এডসেন্সের জন্য সাবমিট করলে এডসেন্স পায় না, রিভিউ হতেই ১৪ দিন লেগে যায় এরপরে গুগল বলে আপনার সাইটের এই সমাধান সলভ করুন ওটা করুন “অনেক অনেক “ভেজাল পড়ে যায়। বিরুক্ত হয়ে অনেক সাইটের মালিক সাইটে এডসেন্স পাওয়ার আশাই ছেড়ে দেয়।

আমি প্রথমে এই সমস্যার সম্মুখীন হয়েছি, এরপরে ২২ দিন পরে এডসেন্স পেয়েছি।
সেই দিনই অন্য একটি ফোন দিয়ে একটা সাইটের জন্য এডসেন্সের জন্য আবেদন করি মাত্র তিনদিনের মধ্য এপ্রুভাল পেয়ে যাই।

তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি টিপস গুলো।

(১) সাইটে ৩৫+ পোস্ট থাকতে হবে।
(২) সাইটে দুইটি পেজ থাকতেই হবে, কন্টাক্ট আস আর এবাউট আস।

(৩) সাইটের কন্টেন্টগু‌লো কপি পেস্ট হতে পারবেনা, ডাউনলোড লিংক ডাইরেক্ট সাইটের হতে হবে।

(৪) সাইটে অতিরিক্ত পেজ রাখা যাবে না।

(৫) সাইটের পোস্টে লেখার পরিমাণ কমপক্ষে মোবাইলের স্কিনের ১ পেজ হতে হবে।

(৬) পোস্টগুলো টেকনোলজি, এন্ড্রোয়েড টিপস, লাইফস্টাইল, কম্পিউটার টিপস। এসই বিষয়ের লেখার সাইটে গুগল তাড়াতাড়ি রেসপন্স করে।

সাইটে কখনোই হ্যাকিং পোস্ট করে সাবমিট করবেন না।
কিছু ভুল ধারণাঃ
অনেকেই মনে করেন সাইটের বয়স ৩ মাসের বেশি হতে হবে।

টপলেভেল ডোমেইন এ্যাড করলে তার বয়স ১ মাসের বেশি হতে হবে।

সাইটে প্রতিদিন ৫০+ ভিজিটর আসতে হবে।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version