Site icon Trickbd.com

Grammarly প্রিমিয়াম ফ্রিতে ব্যাবহার করুন ১০০% প্রমাণ সহ

এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে Grammarly প্রিমিয়াম ফ্রিতে ব্যাবহার করবেন কোনো প্রিমিয়াম একাউন্টের দরকার হবেনা। আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইন্সটল থাকতে হবে।

 

Gramarly কি?

এটি একটি গ্রামার কারেকশন এক্সটেনশন যা আমাদের কমন টাইপিং মিস্টেক সহ গ্রামাটিকাল ভুলগুলো সংশোধন করে দেয়।আমরা যারা ব্লগার তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরি একটা এক্সটেনশন। যত বড় বড় ব্লগার যারা ইংরেজিতে ব্লগিং করে তারা সবাই এই এক্সটেনশনটি ব্যাবহার করে। ফ্রি ভারশনে অনেক ফিচার রয়েছে কিন্তু যারা প্রো ব্লগার তাদের এর প্রিমিয়াম ভারশনটি দরকার হয়।আর আমরা যারা প্রিমিয়াম ভারশন কিনতে পারিনা তাদের জন্য আমার এই পোস্ট।

 

মূল অংশ

প্রথমে আপনার ব্রাওজার ওপেন করে Grammarly ইন্সটল করে নিন(যদি আগে থেকে করা না থাকে)। আপনি এই লিংক থেকে সরাসরি ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড হয়ে গেলে লগিন করার প্রয়োজন নাই।শুধু গ্রামারলির অফিসিয়াল ওএবসাইটে যান অথবা এই লিংকে যান

এই ট্যাবটা ওপেন রেখে আরেকটা ট্যাবে যান।আপনাকে Edit this cookie নামে একটা এক্সটেনশন ইন্সটল করতে হবে। এটা ক্রোম অয়েবস্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন।

এক্সটেনশন টা ইন্সটল হয়ে গেলে আপনাকে প্রিমিয়াম কুকি ডাউনলোড করতে হবে।নিচের লিংক থেকে প্রিমিয়াম কুকি ডাউনলোড করে নিন।

প্রিমিয়াম কুকি ডাউনলোড 

কুকি ডাউনলোড হয়ে গেলে তা নোটপ্যাডে ওপেন করে নিন।এরপর সকল কুকি কোড কপি করে নিন।

 

এরপর আপনার ব্রাউজারে Edit this cookie তে ক্লিক করুন।তারপর নিচের স্ক্রিনশটে দেখানো যায়গায় ইমপোর্ট করুন। অর্থাৎ কপি করা কোডটি পেস্ট করুন।

তারপর সবুজ টিকে ক্লিক করুন। এরপর ব্রাউজার রিফ্রেশ দিন।ব্যাস রিফ্রেস হউয়ার সাথে সাথেই আপনার গ্রামারলি প্রিমিইয়াম একাউন্টে লগিন হয়ে যাবে।

বিঃদ্রঃ কেও লগাউট করবেন না ।যদি করেন তাহলে আপনি এই কুকি থেকে আর প্রিমিইয়াম ব্যাবহার করতে পারবেন না।কুকি এক্সপায়ার হয়ে গেলে আমি নতুন কুকি আপডেট করে দিবো।

প্রিমিয়াম প্রমাণ

কোথাও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন অথবা কমেন্ট করুন

 

ফেসবুকে আমি

Exit mobile version