Site icon Trickbd.com

ব্লগার ওয়েবসাইটে গুগলের ম্যাপ সেট করুন সাইট কে আরো আকর্ষনীয় করে তুলুন এবং ভিজিটর বাড়িয়ে নিন।।।

Unnamed

হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও তোমাদের দোয়ায় ভালই আছি।

আজকের পোস্ট টি হচ্ছে কিভাবে ব্লগার ওয়েবসাইটে গুগলের মেপ এড করতে হয়?

আমরা যারা কনটেন্ট রাইটার তাদের হয়তো ছোটখাটো একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট আছে।
আমরা হয়তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিছু-না-কিছু পকেট খরছের টাকা ইনকাম করতে পারি। আজকের পোস্ট টি হয়তো সবাই টাইটেল দেখেই বুঝে গেছেন। আমি দেখাবো কিভাবে একটি ব্লগার ওয়েবসাইটে গুগল এর ম্যাপ এড করতে হয়। আমরা হয়তো অনেক সময় দেখে থাকি অনেক বড় বড় ওয়েবসাইটে যেমন ওয়াডপ্রেস ব্লগার নিচে গুগলের ম্যাপ এড করা থাকে আসলে এগুলা কিভাবে এড করে। অনেকেই জানতে চায় তাই আজকের এই পোস্টটি তাদের জন্য।
তাই আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন তাহলেই a to z বুঝতে পারবেন।
এই গুগল ম্যাপ এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ডেভেলপার সম্পর্কে ধারণা পায়। ব্লগ পোস্ট নিয়ে আমার আরো কয়েকটি পোস্ট রয়েছে বুঝতে চাইলে একটু কষ্ট করে দেখে আসতে পারেন উপকার হবে। গুগলের ম্যাপ সেট করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ম্যাপ ওয়েবসাইটটিতে এখানে এটার লিঙ্ক দিয়ে দিব।। লিংক গুগল মেপ

তাহলে শুরু করা যাক



গুগল ম্যাপ লিংকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার গুগলের যে ম্যাপ অ্যাড করবেন যে স্থানের সেটি লিখে সার্চ দিন।শেয়ারে ক্লিক দিন

তারপর Embed a map ক্লিক দিন।

এখন লিংক টি কপি করুন ।

তারপর আমাদের ব্লগার ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং সেখান থেকে লে-আউট এ ক্লিক দিতে হবে

তারপর আপনি ব্লগার এ যেখানে এই গুগল ম্যাপ অ্যাড করতে চান সেখানে গিয়ে এডে গেজেট একটি অপশন রয়েছে সেখানে ক্লিক দিন

তারপর এখান থেকে Html javascript ক্লিক দিন

আগে যে আমরা একটি লেখা কপি করেছি সেটা দিন

ব্যস কাজ শেষ দেখুন আমাদেশ গুগল মেপ অ্যাড হয়েগেছে ।।

না বুঝলে ভিডিও টি দেখতে পারেন…


???ভিডিও লিংক ???

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য