Site icon Trickbd.com

ব্লগার ব্লগে ফটো আপলোড এবং মনের মত করে ফটো রিসাইজ কিভাবে করবেন

#Trickbdcompition

ব্লগার ব্লগে ফটো আপলোড এবং মনের মত করে ফটো রিসাইজ কিভাবে করবেন

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভাল আছেন ও সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে দারুন একটি কাজের টিপস শেয়ার করবো বিশেষ করে এটা নতুনদের জন্য কারন অভিজ্ঞরা এই বিষয়ে যানেন । যাই হোক ব্লগে পোস্ট করার সময় ফটো আপলোড করাটা খুব আবশ্যক একটা ব্যাপার আর যারা ব্লগিং এ নতুন তাদের তো এই পোস্ট খুবি কাজে আসবে বলে মনে করি । তাহলে দেখা নেওয়া যাক কিভাবে ফটো আপলোড করবে এবং সেটা কে পছন্দ মত রিসাইজ করবেন ।

তাহলে নিচে থেকে দেখে নিন এই কাজ গুল কিভাবে করবেন নিচের স্টেপ বাই স্টেপ দেওয়া হল আশাকরি বুঝতে কোন সমস্যা হবে না

কিভাবে ব্লগ পোস্টে ফটো আপলোড করবেন

প্রথমে আপনার পোস্ট করার অপশনে যান এবং উপরে দেখুন Insert Image নামে একটি অপশনে ক্লিক করুন নিচের চিত্রের মত –

এবার একটি পেজ আসবে সেখানে আপনাকে বেশ কয়েকটি অপশন দেওয়া হবে ফটো আপলোড করার জন্য যেমন আপনি যদি আপনার পিসি থেকে ফটো আপলোড করতে চান তাহলে Upload তারপর Choose ফাইলে ক্লিক করুন আর যদি অন্য কোন ভাবে ফটো আপলোড দেখুন পাশে অপশন আছে সেগুলতে ক্লিক করে করতে পারেন –

ব্যাস এইগেল ফটো আপলোড করার নিয়ম আশাকরি বুঝতে পারলেন নতুন বন্ধুরা ।

কিভাবে ফটো রিসাইজ করবেন

ফটো রিসাইজ করার জন্য আপনি প্রথমে উপরের মত করে একটি ফটো আপলোড করুন তারপর HTML ট্যাবে ক্লিক করুন –

এবার দেখুন আপনার আপলোড করা ফটো HTML হিসাবে দেখতে পাবেন সেখান দেখুন  height=”160″ width=”1600 এই রকম থাকবে সেখান থেকে আপনার পছন্দ মত সাইজ দিন মানে শুধু মাত্র নাম্বার গুল –

ব্যাস Compose এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ফটো দেখুন আপনার দেওয়া সাইযে রিসাইজ হয়েগেছে ।

আশাকরি পোস্টটি থেকে বুঝতে কোন সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

My Movie Download Website

My Movie Download Website

My Blog Website

Exit mobile version