অনলাইনে ইনকাম করার শখ অনেকেরই।অনলাইন জীবনের প্রথমে ভুল লোকের নির্দেশে অধিকাংশ লোকই প্রতারিত হয়ে থাকেন। যেখানে ব্লগার একটি বিশ্বাসযোগ্য প্লাটফর্ম।
গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করার পর থেকে অবিশ্বাস্যভাবে বাংলাদেশে ব্লগারের সংখ্যা বাড়ছে।
তো যাই হোক,মূল কথায় আশা যাক।যারা ইন্টারনেট ক্রয় করে ব্লগার চালায় এবং সময় বাচাতে চায় তারা ব্লগার অ্যাপ ব্যবহার করে থাকে।যদিও এতদিন ব্লগার অ্যাপ ছিলো কিন্তু এতে ইউজারেরা তুষ্ট ছিলো না।
তার বড় কারন অ্যাপ আপগ্রেড।গুগলের অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপটি আপডেট হতো না।প্লে-স্টোরে বিভিন্ন লোক-জন ব্লগার আপগ্রেড চেয়ে রিভিউ করেছিলো কিন্তু কাজ হয়নি।
আমি নিজেও রিভিউ করেছিলাম।সম্পতি গুগল ব্লগার অ্যাপটিকে আপগ্রেড করেছে।
নতুন এই ব্লগার অ্যাপটি ১০ মেগাবাইট এর মতো হবে হয়তো।এই আপগ্রেড এ কিছু পরিবর্তন এসেছে অ্যাপটিতে।চাইলে নিচের লিংক থেকে ব্লগার অ্যাপ টি আপডেট করে নিতে পারেন।
ব্লগার নিয়ে আমি অনেক আর্টিকেল লিখেছি ব্লগ-সাইটে চাইলে দেখে আসতে পারেন।
হয়তো আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে।ব্লগার সমন্ধে যেকোনো প্রশ্ন আমাকে করতে পারেন।আমি আপনার প্রশ্নের যথাসম্ভব উত্তর দেয়ার চেস্টা করবো।