Site icon Trickbd.com

জেনে নিন কীভাবে ইউটিউব লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করাবেন।

Unnamed

Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে
তো আজকের বিষয়টি হলো,ইউটিউব লাইভ ভিডিও কিভাবে আপনার সাইটএ দেখাবেন।

তো আজকের টিউনটি শুরু করা যাক,

প্রথমে চলে যান ব্রউজারে,

এখন ইউটিউবে গিয়ে ড্রেসক্রিপশন মুড করে নিন,

এখন সার্চ বারে লাইভ চ্যানেল লিখে সার্চ করুন,

এখন, এখানথেকে যেকোনো একটি লাইভ চ্যানেল বেছে নিন এবং ওপেন করুন,

ওপেন হবার পর ভিডিওর নিচে দেখুন শেয়ার লিখা আংশে ক্লিক করুন,

এখানে কতগুলো অপসন এসেছে সেখান থেকে Embed লিখা অপসনে ক্লিক করুন,

এখন দেখুন কিছু এইচটিএমএল কোড দেওয়া আছে, এখান থেকে কোড গুলো কপি করে নিন।

আপনার ইউটিউব কাজ শেষ, এখন আমরা ব্লগারে কিভাবে লাগাবো সে কাজ টা শিখবো।

এখন চলে যান আপনার ব্লগার এডমিন পেনেলে, সেখান থেকে চলে যান নিউ পোস্টে,

এবার বাম সাইটের উপরে দেখুন এইচটিএমএল লিখা আছে সেখানে ক্লিক করুন।

এরপর ইউটিউব থেকে কপি করা কোড পেস্ট করে দিন, এবং পাবলিশ করুন।

এবার দেখুন লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করছে।

আজকের পোষ্টটা এই পর্যন্ত।
পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।
পোস্টটি কেমন হয়েছে তা কমেন্টএ জানান।

⭐⭐ধন্যবাদ⭐⭐

Exit mobile version