Blogger/blogspot এ যুক্ত করুন Facebook Messenger Customs Chat Plugin [ শেষ পর্ব ] |
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম
বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজকে নিয়ে আসলাম নতুন
একটা বিষয়
এবার চলুন কিভাবে আপনি আপনার কপি করা কোডটি ব্লগার সাইটে বসাবেন ।
পর্ব-১ দেখতে এখানে ক্লিক করুন
তা আপনি চাইলে দুভাবে বসাতে পারেন
System এক :-
প্রথমে Blogger এ Login করে নিন
এখন Layout এ ক্লিক করুন
এখন একদম নিচে Footer এ Add New gadget এ ক্লিক করুন অথবা Sidebar এ Add gadget এ ক্লিক করুন
তারপর Html/java script সিলেক্ট করে নিন
এবার আপনার কপি করা কোডটি পেস্ট করে
Save button এ ক্লিক করুন ।
( টাইটেলে কিছু দিবেন না)
এবার homepage এ ক্লিক করে দেখে নিন কাজ হয়েছে । ??
System দুই
প্রথমে Blogger এ লগিন করুন
তারপর Theme এ ক্লিক করুন
তারপর Backup/restore এ ক্লিক করুন
তারপর Download Template এ ক্লিক করে Theme download করে নিন ।
এবার File maneger এ গিয়ে Template এ ক্লিক করুন এবং View এ Quicktext editor Select করে নিন
এবার Search এ লিখুন </body> এবং সার্চ করে ফেলুন ।
এবার </body> এর আগে আপনার কপি করা কোডটি পেস্ট করে নিন ।
এবার সম্পূর্ণ Template Save করে
পুনরায় আপনার সাইটে আপলোড করে নিন ।
বেশ কাজ শেষ ।