আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আবারো হাজির হলাম নতুন আরেকটি টিউন নিয়ে। আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্লগার সাইটে সাব-ডোমন পার্ক করবেন। তবে, টিউন শুরুর আগেই বলে নিচ্ছি এটি একটি ভিডিও রিলেটেড পোস্ট। অর্থাৎ আমি কন্টেন্ট এ যতই বোঝাই আপনি ভিডিও না দেখলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। আর ভিডিওতে কিছু অতিরিক্ত কথা বলা আছে যেগুলো লেখে বোঝানো সম্ভব না
এই ডোমেইন দুটিই মেইন ডোমেইন wikibn.com এর সাব ডোমেইন। যেগুলো ব্লগারে পার্ক করা হয়েছে। তো, শুরুতেই ভিডিও টি দেখে নেওয়া যাক –
https://youtu.be/QRjVI_NhsaU
সরাসরি ভিডিওটি ইউটিউব থেকে দেখতে এখানে ক্লিক করে দেখুন।
যাদের ডোমেইন সম্পর্কে ভালো জ্ঞান আছে তাদের ভিডিও না দেখলেও চলবে আপনার শুধু DNS MANAGEMENT থেকে একটি A NAME রেকর্ড এড করুন।
যেটার Host Name এ আপনি আপনার পছন্দের সাব ডোমেইনটা দিবেন যেটা ghs.google.com কে পয়েন্ট করবে।
এভাবে সাবডোমেন ক্রিয়েট করার পর ডোমেইনটি ব্লগারে পার্ক করে নিন। ডোমেইনটি ব্লগারে পার্কে হতে সর্বোচ্চ ২ ঘন্ট সময় নিবে।
আশা করছি পোস্ট আপনার উপকারে আসবে। পোস্টটি কেমন লাগল তা জানাতে এবং কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –