Site icon Trickbd.com

[Hot Post]ব্লগারে বানিয়ে ফেলুন ইন্সটাগ্রাম ভিডিও-ছবি ডাউনলোড সাইট এবং এডসেন্স এপ্রুভ করান সহজে।{A-Z full tutorial}

Unnamed

আজকে দেখাব কিভাবে আপনি খুব সহজে ব্লগার এর সাবডোমেই ব্যবহার করেই একটি ইন্সটাগ্রাম ছবি-ভিডিও ডাউনলোড সাইট বানাতে পারবেন এবং তা মনিটাইজ করে এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।এমনিতেই বড় টিউটোরিয়াল তাই বেশি বাড়িয়ে লেখছি না,একদম বেসিক এবং দরকারি কথা লেখছি।তাই ভালো করে পড়ুন।আর কোথাও না বুজলে কমেন্টে জানান।আর জরুরি কিছুর জন্য মেইল করুন: domail2n0t@gmail.com

শুরু করছি:

সবাই জানি ইন্সটাগ্রাম থেকে সরাসরি কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করা যায় না।এর জন্য কোনো সাইট বা অ্যাপ এর দরকার।
আজকে আপনাদের ব্লগারে ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড সাইট বানাতে ২টি জিনিস দরকার।একটি হলো ব্লগার এর থিম,আর জাভা কোড এর একটি html স্ক্রিপ্ট।

[url=https://down2insta.blogspot.com/][/url]


নিচে ডাউনলোড লিংক দেওয়া হলো।
যাদের দরকার তারা দ্রুত ডাউনলোড করে নিন।

ব্লগার থিম instagram_downloader.xml – 7 KB

জাভা ফাইল instagram_downloader.zip – 102 KB

আশা করি ডাউনলোড করে ফেলেছেন। এবার দেখুন কিভাবে কি করবেন।

প্রথমে আপনার ব্লগার একাউন্টে যেয়ে একটি নতুন বা পুরাতন ব্লগের থিম অপশনে যেয়ে আমার দেওয়া প্রথম xml ফাইল মানে থিমটি Restore বা আপলোড করে দিন।এটি সবাই পারেন।তাই স্ক্রিনশট দিলাম না।

থিম আপলোড এর পর আপনি সেই ব্লগের Layout অপশন এ যাবেন।

এবার ad a Gadget এ ক্লিক করুন

এবার HTML/Javascript এর অপশনে ক্লিক করুন।

এবার আমার দেওয়া ২য় ফাইল টি এক্সট্রেক্ট করলে একটি HTML ফাইল পাবেন।সেখানে যা আছে ঠিক সেভাবে সব কপি করে ব্লগারে নতুন আসা HTML/Javascript এর বক্সে পেস্ট করে দিয়ে সেইভ করে দিন।ব্যাস কাজ শেষ।

এবার টেস্টিং এর পালা।তাই আপনার ব্লগ সাইটে ভিজিট করুন।এবং নিচের মতো দেখতে পারবেন।

এবার আসুন টেস্ট করি আসলেই কাজ করে কি না।তার জন্য আপনার ইন্সটাগ্রাম থেকে যেকোনো ভিডিও বা ছবির লিংক নিয়ে নিন।

আমি এর জন্য একটি ভিডিও লিংক নিয়ে সাইটে থাকা ইনপুট বক্সে পেস্ট করে দিলাম।এবং সাথে সাথে চলে আসল ডাউনলোড এর জম্য রেডি ভিডিও প্লেয়ার

এবার আপনি ডানে থাকা 3 dot menu তে ক্লিক করলেই ডাউনলোড এর অপশন চলে আসবে এবং সেখানে ক্লিক করেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন।আর ছবি ডাউনলোড করতে ছবিতে প্রেস করে ধরে রাখুন বা কম্পিউটার এ মাউসের ডান বাটন ক্লিক করুন।

তাহলে এবার হয়েই গেল আপনার একটি নিজস্ব ইন্সটাগ্রাম ডাউনলোড সাইট।এবার আপনি এডসেন্স এর জন্য এপ্লাই করতে কিছু জিনিস লাগবে।
তা হলো একটি ডোমেইন। .xyz ডোমেইন হলেও হবে।কারন ব্লগস্পট এর সাবডোমেই এ এডসেন্স পাওয়া কঠিন।একটি ডোমেইন কিনে সাইটে এড করে সাইটে কিছু তথ্য দিন আপনার এরলি সাইট কেন ইউজার ব্যবহার করবে সাইটে কি কি পাবে এসব। মোটামুটি ২০০০+ শব্দ হলেই আপনি এডসেন্স পাবার চান্স পাবেন।

যেকোনো সমস্যায় মেইল করুন : domail2n0t@gmail.com

Exit mobile version