আমরা সবাই চাই, আমাদের ব্লগ যাতে একদম নীট এন্ড ক্লিন দেখায়। ভিজিটররা যাতে ব্লগ পোস্টের থেকেও এর ডিজাইন দেখে একবার না হয় একবার বাহ্ বাহ্ বলে ওঠে। এই দৃষ্টিকোন সামনে রেখে গুগলে সার্চ করা শুরু করি এবং শেষমেষ Tiyen Nguyen নামের এক অথরের বানানো এই ব্লগিং টেমপ্লেটটা খুজে পাই। যেটার গুনগান নিয়েই এই পোস্টের বাকিটা সাজানো হয়েছে।
ব্লগার টেমপ্লেটটি সম্পর্কে কিছু তথ্যঃ
- টেমপ্লেট নাম: MagOne
- টেমপ্লেট ইউআরএল: https://sneeit.com/magone-multi-purpose-blogger-magazine-template/
- টেমপ্লেট অথর: Tien Nguyan
- অথর প্রোফাইল: https://portfolio.sneeit.com/
টেমপ্লেটটির ফিচারগুলোঃ
- Drag and Drop Widget Builder
- Flexible Menu Navigation
- Responsive
- Multiple Comment Systems
- Sticky Sidebar
- Custom Archive Page Designs
- Super Mega Menu
- Floating Menu
- Fully Template Designer
- Shortcode Ready
- Smart Breadcrumb
- Custom Post Title Design
- Support Sub Post Title
- Post Pagination
- Multilingual Ready
- Author Box, Reactions, Related
- Posts are all ready
- Locations, Share Buttons
- Template Options
টেমপ্লেটটির আমার যা ভালো লেগেছেঃ
- নীট এন্ড ক্লিন। আমার দেখা ‘ওয়ান অফ দ্যা বেস্ট‘ ব্লগিং টেমপ্লেট যেটা ভিজিটরদের দৃষ্টি অনায়াসেই আকর্ষণ করতে সক্ষম।
- ফুটার স্টাইল। এই ব্লগিং টেমপ্লেটটির ফুটার স্টাইল হচ্ছে এটার প্লাস পয়েন্ট।
- টেমপ্লেট অপশন। এটাতে এত এত অপশন আছে যে আপনি ব্লগার টেমপ্লেটে কল্পনা করতে পারবেন না। আপনার নিজের ইচ্ছেমতো পুরো ব্লগ সাজিয়ে নিতে পারবেন।
কিছু স্ক্রিনশটঃঃ
আমি বলব আপনারা স্ক্রিনশট না দেখে একবার ডেমো দেখে আসুন।
প্রয়োজনীয় লিংকঃ
পোস্টটির ইংরেজী ভার্সন পড়তে ক্লিক করুন এখানে!!
ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারো হাজির হবো নতুন কিছু নিয়ে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।