আসসালামু আলাইকুম।
অনেকদিন পরে পোস্ট লিখতে বসলাম ট্রিকবিডির জন্য।
তবে সপ্তাহে অত্যন্ত দুইদিন ট্রিকবিডি ভিজিট করে পোস্ট গুলো দেখে নিয়েছি।
অনেকেরই ইচ্ছে যে নিজেদের উপজেলার সব কয়টি ইউনিয়নের সৌন্দর্যের দৃশ্য গুলো ক্যামেরা বন্দি করে একটা গ্যালারি সাইট বানিয়ে রেখে দিতে, যাতে নিজের উপজেলার লোকজন যারা নিজ উপজেলা, গ্রাম ছেড়ে দূরে রয়েছেন তারা ছবি গুলো দেখে শান্তি পায়।
এবং আপনার ইউনিয়নের বা উপজেলার মানুষ তার নিজেদের গ্রামের বা শহরের দৃশ্য দেখে বিস্মিত হয়।
আমি তো গ্রামো লোক তাই বারবার গ্রামই বলে ফেলছি, আপনি কিছু মনে করবেন না।
আপনার নিজের উপজেলার জন্য যদি একটি সাইট বানাতে পারেন আর তাতে যদি আপনার উপজেলার সৌন্দর্য গুলো তুলে ধরতে পারেন তাতে কিন্তু উপজেলার সবার নিকট একটি পরিচিত মুখ হয়ে উঠবেন অন্যদিকে নিজের উপজেলা লোকাল এডভার্টাইজ গুলো দেওয়ার অনেক অফার পাবেন এতে আপনার পকেট খরচ ও মিলে যাবে।
আপনি এ কাজের জন্য ফেসবুকে আপনার উপজেলার নাম দিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেমনঃ আমাদের রাঙ্গাবালী
আমার উপজেলার নাম বললাম, এবং আপনার ডিসক্রিপসন থাকবে সব শহরের বা গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্যই এটি ক্রিয়েট করেছেন, আর নিজ গ্রামের, ইউনিয়নের, উপজেলার মানুষগুলোকে যুক্ত করবেন, দেখবেন তারাই একে অন্যকে যুক্ত করে নিচ্ছে এবং অনেক ফটোগ্রাফার ফ্রিতে পেয়ে যাবেন ছবি দেওয়ার জন্য গ্রুপে।
তো সেই ছবি গুলো নিয়ে একটি সাইট ক্রিয়েট করে তাদের মধ্যে অর্থাৎ গ্রুপের কয়েক জন উপযুক্ত মেম্বারকে অথর করে দিলে সাইটে ছবি তারাই আপলোড করবে।
গ্যালারি সাইট বানানোর জন্যে আমি মনে করি সবচেয়ে ব্লগার ব্লগস্পট ই ভালো, কারন আমি মনে করি আপনি একজন ছাত্র।
আপনি জাস্ট জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করতে হবে, তাই ব্লগার ব্লগস্পট ভালো মনে করি, এখানে আপনাকে এক্সট্রা হোস্টিং খরচ দিতে হবেনা।
হোস্টিং স্পেসের ব্যাগ কাধে বহন করে বেরুতে হবেনা, যখন শুন্যে থেকে হিরো হবেন তখন ব্যাগ বহন করার জন্য লোক রেখে রাখবেন।
আজকাল ৩০০-৩৫০ টাকায়ই ডটকম ডোমেইন পাওয়া যায়।
তার মানে আপনার খরচ হবে ৩৫০ মাত্র।
আমি জানি, বর্তমানে ব্লগস্পট ব্লগারে বাংলাদেশ থেকে প্রবেশ করা যায় না।
কেনো বিটিআরসি ব্লক করে রেখেছে আমি জানিনা, তবে ব্লগার হেল্প সাপোর্ট থেকে ভরসা পেলাম কথা বলে যে তারা বলেছে যতোদিন গুগল আছে ততোদিন গুগলের সার্ভিস ব্লগার বন্ধ হবেনা।
বাংলাদেশ থেকে ব্লগারে প্রবেশ করা যায়না এজন্য ভিপিএন দিয়ে চালানোর কথা বলেছেন।
তো আপনার এতো চিন্তা কিসের ব্লগার আইপি ব্লক করেছে বলে?
আপনি আপনার কাজ চালিয়ে যান চিন্তা নেই।
ব্লগারে কিভাবে সাইট ক্রিয়েট করবেন, কিভাবে টেমপ্লেট আপলোড করবেন তা আশাকরি আপনি জানেন।
এই টেম্পলেট জাস্ট আপলোড করে দিলেই একটি ফটো গ্যালারি সাইট হয়ে যাবে।
আর নিজে একটু ডিজাইন করতে পারলে তো আরো সুন্দর দেখাবে।
Template Feature:
Responsive Layout, Mobile Friendly, SEO Friendly, Light Base Color, Search Box, Drop Down Menu, 2 Columns, Top Navigation, Sticky Navigation, Back to Top Button, Grid Style Post Thumbnails, Page Numbered, Share Button, Footer Navigation, Footer Widget, Breadcrumb, Featured Slider, Related Post, Recent Post, Mid Header, Simple,
Accelerated Mobile Pages (AMP) Clean, Minimalist, Fast Loading, Adsense optimized, Seo Ready, Adapted From WordPress, Ads Ready, Retina Ready,
Free Premium, Email Subscription Widget, Responsive Blogger Template, Footer, Ready for business blogs and news websites, Ads and Seo Optimized, Featured home page widgets and More…
[b]
টেম্পলেটটির মোবাইল স্কিনসটঃ
[img id=660619]
[img id=660620]
[img id=660621]
[img id=660622]
টেম্পলেটটির ডেস্কটপ স্কিনসটঃ
[img id=660623]
টেম্পলেট টি
ডাউনলোড এবং ডেমো
একদম ৯৯% ট্রিকবিডি ও টিপসবিডি স্টাইলের ব্লগার ব্লগস্পট টেমপ্লেট তৈরী করেছেন জাকারিয়া।
Demo Trickbd Style blogger templete
[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো