আজ আমি দেখাবো কিভাবে আপনারা সহজেই ব্লগার এর সব পোস্ট করতে পারবেন ।
কোন রকম টুলস ছাড়াই আপনারা Blogspot.com এর সকল পোস্ট কপি করতে পারবেন ।
কারো অলরেডি ট্রিকটি জানা থাকলে পোষ্ট ইগনোর করুন ।
চলুন শুরু করা যাক।
এই ট্রিকটি শুধুমাত্র Blogspot.com কাজ করবে । তাই সম্পূর্ণ পোস্ট না পরে গালাগালি করবেন না !!
প্রথমে যেই ব্লগের পোস্ট কপি করবেন সেই ব্লগ এর হোম পেজ এ যান । এবার ব্লগের লিঙ্ক এর শেষ এ এই কোড এড করুন।
/atom.xml?max-results=100000
আমি আপনাদের দেখানর জন্য sorablogging tips ওয়েবসাইটটি দেখাচ্ছি ।
তাহলে আমার জন্য লিঙ্কটি দাড়াবে –
www.sorabloggingtips.com/atom.xml?max-results=100000
এবার লিঙ্কটি তে গেলে নিচের ছবির মত দেখাবে ।
এবার পেজটি কে atom.xml নাম এ সেভ করুন ।
এবার আপনার ব্লগস্পট এ যান । settings এ চাপুন ।
Other Settings সিলেক্ট করুন ।
Import & back up এ Import Content বাটন এ চাপুন ।
এবার ক্যাপচা পূরণ করুন ও ফাইল টা সিলেক্ট করে দিন ।
ফাইলটি অটোমেটিক আপলোড হয়ে যাবে । এবার আপনার ব্লগে যান ও দেখুন !!!!
সব পোস্ট কপি হয়ে গেছে !!!