Site icon Trickbd.com

আমার প্রিয়Mzine free ব্লগার টেমপ্লেট. সত্যিই অসাধারণ।

Unnamed

এ থিমটি আমার কাছে এত ভাল লেগেছে যে তা বলার বাইরে। প্রথম যেদিন ব্লগের নাম শুনি সেদিনই আমি ব্লগের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এরপর একের পর এক ইউটিউব ভিডিও দেখতে থাকি। মোটামুটি ব্লগ সম্পর্কে একটু সামান্য ধারণা যখন আসলো তখন গুগলের সার্চ দিলাম ব্লগ থিম লিখে। অনেকগুলো সুন্দর সুন্দর থিম আমার সামনে উপস্থিত হয়েছিল তখন। আমি একটা থিম দিয়ে আপাতত ব্লগিং শুরু করেছিলাম। এর প্রায় এক সপ্তাহ পরে আমি ইউটিউবে mzine থিমের রিভিউ দেখি। তখন থেকে আমার কাছে থিমটি ভালো লেগে যায়।
অনেকেই আমার কাছে এ থিমের নাম জানতে চেয়েছেন।
যদিও আমি তখন কোন বিশেষ কারণে বলতে পারিনি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই থিমটি শেয়ার করছি।
প্রথমে দুটি স্ক্রিনশট দেখুন;

ডেক্সটপ ভার্শনে দেখুন

চলুন এই থিমটি সম্পর্কে মোটামুটি কিছু তথ্য জেনে নিই
??????????????????
1.high optomized
2. Seo friendly
3. পুরোপুরি রেস্পন্সিভ একটি থিম
4.layout version 3.0.1
5. ইচ্ছেমতো কাস্টমাইজ করার সুবিধা

6. পুরোপুরি কালারফুল.
7.Fast Loading
8. বর্তমানে ফ্রী থীম দিয়ে গুগল এডসেন্স পাওয়া অনেক কঠিন হলেও আপনি এথিম দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন।আশা করি সফল হবেন??
9.Post Thumbnails
10. Social share button
11. Full updated
12. Browser Compatibility
13. বর্তমানে থিমটি হোয়াইট কালারের থাকলেও আমার কাছে সবুজ কালার এ থিমটি কে সবথেকে বেশি ভালো লেগেছে। তাই চেষ্টা করবেন লাল নীল সবুজ হলুদ রংয়ের ভিতর রাখতে।
এছাড়াও থিমটিতে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে
Social Bookmark Ready
Drop Down Menu
2 Columns
Simple
? যেকোনো ধরনের ওয়েবসাইটের জন্য এথিম ব্যবহারের উপযোগী
তাই আমি মনে করি এই থিম ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের কোনো রকম ক্ষতি হবার সম্ভাবনা নেই।
At last, আপনার কাছে যদি theme টি ভালো লেগে থাকে তাহলে অবশ্য নিচে থেকে ডাউনলোড করে নিবেন.
তার আগে নাম ডিমো দেখে নিন ।
here

click here to download

আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে থিমটি আপলোড করতে হবে। তার পরেও যারা জানেন না তারা google থেকে দেখে নিন কিভাবে থিমটি আপনার ব্লগে সেটআপ করবেন।
অথবা আমাকে কমেন্টে জানান.
পোস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন.
যেকোনো প্রয়োজনে .
ফেসবুকে আমি
ধন্যবাদ