Site icon Trickbd.com

ব্লগার ব্লগস্পট ওয়েবসাইটের ড্যাসবোর্ডের ভাষা পরিবর্তন করুন ।

Unnamed

আসসালামু আলাইকুম।
আমি মোঃ হৃদয় একজন ব্লগার।
আপনাদের জন্য আর্টিকেল লিখতে বসলাম।

আজকের আর্টিকেল টি কি নিয়ে লেখা শুরু করেছি তা তো আপনি পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন।
অনেকেই হয়তো ভাববেন এটা খুবই সিম্পল এটা বিষয়।
যারা ব্লগার ব্লগস্পট ব্যবহারকারী তারা একমাত্র জানে আসলে ব্লগার সাইটের ড্যাসবোর্ডের ভাষা পরিবর্তন করা কতোটুকু সহজ কাজ।

আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে প্লিজ স্কিপ করুন পোস্টটি।

আমার জানামতে ২০২১ সালের শুরুর দিকেই গুগলের নতুন আপডেট যে যেদেশের নাগরিক তার দেশ অনুযায়ী ডিফল্টভাবে ব্লগার সাইটের ড্যাসবোর্ডের ভাষা সেট হয়ে রয়েছে।
তাই আমরা যারা বাংলাদেশী তাদের দেশের ভাষা যেহুতু বাংলা তাই ব্লগার সাইটের ড্যাসবোর্ডের ভাষা বাংলা দেখাচ্ছে।

আমরা যারা আগে থেকে ব্লগার ব্যবহার করে আসিতেছি তাদের কাছে এই বাংলা ভাষায় ব্লগার ড্যাসবোর্ড ব্যবহার করতে কেমন যেনো ফিল হয়।

তাই অনেকেই হয়তো ব্লগার থেকে ভাষা চেন্জ করেছেন এবং গুগল থেকেও কিন্তু বাংলা ভাষা চেন্জই করতে পারছেন না।
আমিও আপনার মতো চেন্জ করতে ব্যর্থ হয়েছি অনেকবার পরে চেষ্টা করতে করতে সফল হলাম।

তাই ভাবলাম আপনারা যারা সমস্যায় রয়েছেন তাদের যেনো উপকার হয় তাই এই পোস্ট টি লিখতে বসলাম।

আপনি যদি ব্লগার সাইটের সেটিংস অপশন থেকে ভাষা চেন্জ করে ইংরেজী করে সেভ করেন তাহলেও ভাষা চেন্জ হবেনা।

যদি Google এ গিয়ে ভাষা ইংরেজী করে ব্লগার সাইটের ড্যাসবোর্ডে যান তাহলেও দেখতে পাবেন বাংলাই রয়ে গেছে।

আপনাকে যেতে হবে আপনার ব্লগার সাইটটি যে ইমেইল দিয়ে তৈরী করা হয়েছে, সেই ইমেইলে।
অর্থাৎ আপনি গুগল থেকে গুগল মাই একাউন্টে যাবেন।
এরপর সেই একাউন্টের মধ্যে থেকে ভাষা খুজেঁ বের করবেন।
এবং আপনি কান্ট্রি ইউনিটেডস্টেটাস দিয়ে ইংরেজী ভাষা করে দিবেন।
এবং সেভ করে ব্লগার সাইটের ড্যাসবোর্ডে গিয়ে দেখুন ইংরেজী হয়ে গেছে।

প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com