আমাদের মধ্যে অনেকেই ব্লগিং করি কেউ শখের বশে আবার কেউবা টাকার লোভে।
কিন্তু যারাই ব্লগিং করি তাদের মধ্যো কয়জনই বা ব্লগিং শিখে তারপরে ব্লগিং করতে এসেছি।
হাতেগোনা ১০ জনের মধ্যে ১ জন পাওয়া যাবে।
এই টিউনে আমি শেখাবো কিভাবে ব্লগার সাইটে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন।
আসলে কি জানেন একটা চরম সত্যি কথা বলি,
এ পৃথিবীতে যে কাজই করতে যান না কেনো আপনি, তার পূর্বে কোনো ট্রেইনার দ্বারা ট্রেইন করে নিবেন নিজেকে।
সাপোজ ধরি, আপনি কোনো বিবাহ অনুষ্ঠানে গেলেন সেখানে আপনাকে আপনার বেয়াইনরা তাদের সাথে নাচতে উঠালো মঞে।
আপনি স্টেজে উঠে কি আদৌ নাচতে পারবেন, পূর্বে যদি আপনি প্রশিক্ষণ না করে থাকেন?
পারবেন না।
আপনাকে স্টেজ থেকে লজ্বিত হয়ে মাথা নিচু করে নামতে হবে, অর্থাৎ নাচতে আপনি ব্যর্থ।
সুতরাং অনেকেই দেখি কাউকে দিয়ে একটা ওয়েবসাইট তৈরী করে বা নিজে একটা কোনোরকম ওয়েবসাইট বানিয়ে, শুরু করে দেয় ব্লগিং।
কয়দিন পরে ভিজিটর নেই সাইটে এবং হতাশ এবং অবশেষে ছেড়ে দেয় ব্লগিং।
আমি তাদেরকে বলবো আগে শিখুন এবং এরপরে কাজে নামুন।
কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেনঃ
১। আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি ১ অথবা ২% রাখবেন ১০০ শব্দের পোস্টে।
২। পোস্টের শুরুর প্যারাতে কিওয়ার্ড ব্যবহার করবেন।
৩। পোস্টের কিওয়ার্ড গুলো ব্লোড করে দিবেন।
৪। পোস্টে H2 & H3 ট্যাগ ব্যবহার করবেন।
৫। পোস্টে ইমেজ গুলো এসইও করে ব্যবহার করবেন।
৬। পোস্টের মধ্যে রিলেটেড পোস্ট যুক্ত করে দিবেন, কমপক্ষে ৩ টি।
৭। আর্টিকেলে এক্সটার্নাল লিংক যুক্ত করবেন ৩ টি কমপক্ষে।
৮। প্রয়োজনীয় পিকচার ব্যবহার করবেন পোস্টে।
৯। পোস্ট টির সুন্দর একটা পার্মালিংক তৈরী করবেন।
১০। পোস্টটের কিওয়ার্ডের সাথে এক্সযাক্ট ম্যাচ ভিডিও থাকলে ইম্বেড করে দিন লিংকটি।
১১। পোস্টটিতে সুন্দর একটা কিওয়ার্ড ব্যবহার করুন টপিকের সাথে মিল রেখে।
কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন চাইলে এ ভিডিওটি দেখতে পারেন।
পোস্টটি এখানেই আজকের মতো লেখা শেষ করছি।
ভালো থাকুন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো