হ্যালো বন্ধুগন কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানবো ব্লগের বা ওয়েবসাইট এর জন্য Privacy Policy কিভাবে তৈরি করে। এবং Privacy Policy আমাদের ওয়েব সাইট এর জন্য কেন প্রয়োজন। আপনি যদি গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন বা এডসেন্স এপ্রুভ নিতে চান তবে অবশ্যই আপনার ওয়েবাসাইটে প্রাইভেসি পলিসি থাকতে হবে অবশ্যই। প্রাভেসি পলিসি ছাড়া গুগল এডসেন্স এপ্রুভপাওয়া সম্ভব না। এছাড়া আমরা আমাদের ভিজিটরের থেকে যেসকল তথ্য সংগ্রহ করে থাকি সেগুলো কিভাবে ব্যবহার করি আমাদের ভিজিটর আমাদের Privacy Policy দেখে বুঝতে পারে আসুন জেনে নিই খুব সহজে ব্লগের জন্য কীভাবে প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবেন।
?প্রথমে এখান থেকে ডেমো দেখে নিন।
আশা করি কিছুটা হলেও ধারনা পেয়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে পলিসি পেজ তৈরি করবেন।
- গুগলে সার্চ করুন Privacy Policy Page Generetor
বা এই লিংকে ক্লীক করে প্রবেশ করুন
- তারপর নিচের ছবির মত সবকিছু ঠিক করে দিন(Company Name, Website Name, Website Url) তারপর Next বাটনে ক্লীক করুন।
- এরপর নিচের ছবির মত (Yes, Yes, No) করে দিন এবং Next বাটনে ক্লীক করুন।
- এরপর (Your Country & Valid Email) দিয়ে Generate বাটনে ক্লীক করুন।
- সব কিছু ঠিক থাকলে আপনার প্রাইভেসি পলিসি পেজ জেনারেটর হয়ে গিয়েছে। এখন পরের পেজ থেকে পুরো লেখাটি কপি করুন বা Copy Link to Your Clipboard বাটনে ক্লী করে কপি করুন।
আপনার প্রাইভেসি পলিসি লেখা তৈরি শেষ। এখন ব্লগে কিভাবে পেজ তৈরি করবেন চলেন দেখে নেওয়া যাক।
- প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ড ওপেন করে 3 ডট মেনুতে ক্লীক করে পেজ অপশন বেছে নিন।
- এরপর (+) আইকনে ক্লীক করুন।
- পেজের টাইটেল দিন।
- Html মুডে ক্লীক করুন। এবং কপি করা কোড গুলো এখানে Paste করে দিন।
- যদি সব কিছু ঠিক থাকে তবে পেজটি পাবলিশ করে দিন।
আশা করি কিভাবে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় বুজতে পেরেছেন।
- শেষ কথা:- এই পোস্ট টি অন্য কোথাও কপি করলে আমার ওয়েব সাইট এর ক্রেডিট দিবেন। আমার ওয়েব সাইট Itbn.xyz