Site icon Trickbd.com

[রিকুয়েস্ট পোস্ট] আমার ওয়েবসাইট এর ব্লগার টেমপ্লেট ফ্রিতে। [Don’t Miss]

হ্যালো ট্রিকবাসী কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াই। আজ আমি আপনাদের অনুরোধে আপনাদের মাঝে শেয়ার করে দিবো আমার ওয়েবসাইটের প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট টি। যা আপনার ভালো লাগতে পারে। তো চলুন শুরু করা যাক।

 

Techtunebn Premium Blogger Template: আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ভাবছেন ব্লগিং শুরু করবেন তবে Techtunebn Premium Blogger Template টি ডাউনলোড করে নিতে পারেন। আজকের পোস্টে আমরা Techtunebn Premium Blogger Theme টি শেয়ার করবো এবং এর বিভিন্ন ফির্চাস তুলে ধরবো। আশা করি এই ব্লগার টেমপ্লেট টি আপনার কাজে লাগবে।

নতুন অবস্থায় ব্লগিং শুরু করার পর আমাদের ডিজাইন চয়েজ করতে একটু সমস্যায় পড়তে হয়। অনলাইনে বর্তমানে হাজার হাজার থিম ফ্রিতে পাওয়া যায়। কিন্ত এত গুলোর থিমের মধ্যে থেকে কোন থিমটা সিলেক্ট করা উচিত এটা নিয়েও অনেক সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধান নিয়ে আজ আমি আপনাদেরকে Techtunebn premium template টি দিতে চলেছি।

Techtunebn Premium theme টি অসাধারন একটি রেসপন্সিভ থিম। এই টেমপ্লেটে রয়েছে অসাধারন সব ফিচার যা আপনার ব্লগ সাইট টি আরো আকর্ষনীয় করে তুলবে।

? এই টেমপ্লেট টি আমি আপনাদের ফ্রীতে দিবো। এর জন্য কোন টাকা দেওয়ার প্রয়োজন নাই।

 

 

★★★থিম পরিচয়★★★

নাম: Techtunebn Premium Blogger Template

বর্তমান সংস্করণ: v1.1.0

মূল ডিজাইনারঃ Templateify

পাবলিশারঃ TechtuneBN

 

থীম সম্পর্কে বর্ণনা:

এই থিমটি সম্পূর্ন হালকা ডিজাইন এর একটি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট। এই থিমটিতে প্রফেশনাল লুক দেওয়া হয়েছে। Techtunebn Premium Template টি খুবই দ্রুত লোডিং সম্পন্ন একটি থিম। এই টেমপ্লেট টি Seo Friendly, Adsense Friendly and Responsive Blogger Template. এই টেমপ্লেট টি খুব সহজেই এডমিন প্যানেল থেকে কাস্টমস করতে পারবেন। এই থিমটির আরও একটি বৈশিষ্ট হলো গুগল এড রেডি। এখন পযন্ত অনেক গুলো সাইটে এই টেমপ্লেট ব্যবহার করে এডসেন্স এপ্রুভাল পেয়েছে।

 

 

থীম স্কীনশর্ট:

থীম বৈশিষ্ট্য:

কিভাবে থীম ইনস্টল করবেন

Upload হয়ে গেলে নিজের মতো customize করুন।

 

ডেমো & ডাউনলোড

ডেমো দেখতে এখানে ক্লীক করুন

ডাউনলোড করতে এখানে ক্লীক করুন।

আশা করি এই টেমপ্লেট টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।