আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
অনেক দিন পর আবার একটি নতুন টপিক নিয়ে আসলাম। আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে আপনি আপনার ব্লগার(Blogger.com) সাইটে ইউনিকোড-বিজয় কনভার্টার টুলটি এড করবেন। আপনারা অনেকেই হয়তো এই টুলটি দেখে থাকবেন অথবা ব্যবহার করে থাকবেন। টুলটির সাহায্যে ইউনিকোড লিখাকে বিজয়ে এবং বিজয়ে লিখাকে ইউনিকোডে কনভার্ট করা যায়। প্রয়োজনের উপর ভিত্তি করে এটি আপনার বিভিন্ন কাজেই লাগতে পারে।
ডেমোঃ
টুলটির ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
স্ক্রিনশটঃ
যেভাবে সেট করবেনঃ
- শুরুতেই Blogger.com এ আপনার সাইটের ড্যাশবোর্ড থেকে Pages অপশনে ক্লিক করুন।
- এবার নতুন একটি পেইজ তৈরি করার জন্য NEW PAGE বাটনে ক্লিক করুন।
- এরপর পেইজ এর একটি টাইটেল দিন। View তে ক্লিক করে HTML view সিলেক্ট করুন এবং রিডার কমেন্টস Do not allow, hide existing সিলেক্ট করে দিন।
- এবার এই লিংক থেকে সম্পূর্ন HTML কোডটি কপি করে আপনার তৈরি করা পেইজের টেক্সট বক্সে পেস্ট করে পেইজটি Publish করলেই ইউনিকোড-বিজয় কনভার্টার টুলটি আপনার সাইটে এড হয়ে যাবে।
Also Read:
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছ। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে।অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…