সালামু
লাকু


ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো আপনার ব্লগ সাইটে নতুন বছরের শুভেচ্ছা জানানো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

 

বিষয়ঃ আপনার ব্লগ সাইটের জন্য নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা কোড ২০২২

চলুন শুরু করিঃ-
প্রথমে HTML Cord File টি ডাউনলোড করেন।HTML Cord Text Link→↓←


Ss অনুযায়ী কাজ করুন→↓←


প্রথমে আপনার ব্লগ এ প্রবেশ করুন। (www.blogger.com)

১. L ayout এ কিলিক করুন।
২. Add a Gadget এ কিলিক করুন।
৩. HTML/JavaSctipt এ কিলিক করুন।

৪. Visible (টিক মার্ক দিন) show HTML/JavaSctipt লেখার উপর।
৫. Title দিন (UP Comeing N ew Year 2022)
৬. Content এ HTML Cord দিন।
৭. Save করুন।
৮. previwe দেখুন।

সফল ভাবে প্রদর্শ হয়েছে।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।
অবশ্যই নামায পরতে ভুলবেন না।


প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here ওয়েব সাইট: Click Here

?…ন্যবা…?

6 thoughts on "আপনার ব্লগ সাইটের জন্য নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা কোড ২০২২"

  1. Md Alamin Khan Contributor says:
    ভাই আমার একটা ব্লগে এডসেন্স এড শো হচ্ছে না কনটেন এর সমস্যায়। আমার ব্লগটা ভিজিট করে দেখবে এর চেয়ে আর কেমন কনটেন লাগবে প্লিজ।
    Link= https://www.ajkernews24.club
    1. MD Badhon Author Post Creator says:
      এডসেন্স একাউন্ট ঠিক আছে কি না চেক করেন
  2. Toha Author says:
    নতুন বছর তো অনেক দেরী!!! সময় তারিখ সেট করার কোড আছে?
    1. MD Badhon Author Post Creator says:
      আছে কিন্তু কাজ করছে না

Leave a Reply