Site icon Trickbd.com

ব্লগিং নিয়ে সব কিছু (ব্লগ জ্ঞান) পর্ব – ১

Unnamed

সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ব্লগ সম্পর্কে জ্ঞান দেওয়ার ১ম ক্লাস (ব্লগ জ্ঞান) আমাদের এই ক্লাস এ আপনাদের ব্লগ সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে । আজকে আমরা যেই মূল্যবান বিষয়গুলি নিয়ে আলচনা করব, সেগুলি হলঃ

১. ব্লগিং কি?

২. আমাকে কি জানতে হবে?

৩. ব্লগিং করে লাভ কি?

আমরা সবাই আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাকঃ

 

১. ব্লগিং কিঃ

ব্লগিং হল এমন একটি বিষয়, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের পজিটিভ ও নেগেটিভ তথ্য লেখালিখি করা হয় আবার সাধারনত যেই ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেটাকে ওয়েবসাইট না বলে ব্লগ বলা হয়।ব্লগে অনেক ধরণের লেখালিখি হয় মানুষ যেসকল বিষয় নিয়ে পত্র পত্রিকায় আলোচনা করতে পারে না সেসকল বিষয় তারা ব্লগ এ আলোচনা করতে পারে ।

এখন প্রশ্ন হচ্ছে ব্লগে কি নিয়ে লেখা হয়? উত্তরঃ একজন ব্লগার যা জানেন তাই ব্লগে লিখে থাকেন, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। যেমনঃ ভ্রমন সম্পর্কিত তথ্য, প্রযুক্তি বিষয়ক তথ্য, বই সম্পর্কিত তথ্য, মুভি বিষয়ক তথ্য, কম্পিউটার বিষয়ক তথ্য, ইত্তাদি। আবার অনেক ব্লগার আছেন যারা শুধুমাত্র তার নিজের দৈনন্দিন কর্মকাণ্ড নোট করে থাকেন। এক কথায় কোন ব্লগে লেখালেখিকেই ব্লগিং বলা হয়। ব্লগিং আবার দুই ধরনের হয়,

ক. প্রফেশনাল ব্লগিং,

খ. গেস্ট ব্লগিং।

প্রফেশনাল ব্লগিং: প্রফেশনাল ব্লগিং হল, নিজস্ব একটা ব্লগ তৈরি করে সেখানে ব্লগিং করা। প্রফেশনাল ব্লগাররা নিজস্ব ডোমেইন ও হস্টিং কিনে তার নিজস্ব ব্লগিং প্লাটফর্ম তৈরি করেন। মূলত এটাই আদর্শ ব্লগিং ব্যবস্থা।

গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং হল অন্য কারো ব্লগে গিয়ে লেখা। ইন্টারনেটে অনেক ব্লগ আছে যেখানে, আপনি লেখার সুযোগ পাবেন। আর আপনার লেখা থেকে যতটুকু আয় হবে তার থেকে আপনি একটা অংশ পাবেন।

এই হল ব্লগিং। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

2. আমাকে কি জানতে হবেঃ

ব্লগিং শুরু করার আগে আপনাকে যা জানতে হবে তা হল, ১. যে ভাষায় ব্লগিং করবেন (ইংরেজি হলেই বেস্ট), ২. রাইটিং স্পিড, ৩. ধৈর্য।
এই তিনটি বিষয় জানা থাকলেই আপনি আপনার ব্লগিং লাইফ শুরু করতে পারেন। আর আপনাকে গাইড লাইন দেয়ার জন্য ব্লগিং স্কুলতো আছেই। ব্লগিং জগতে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আপনি এক সময় খুবই বিরক্ত হয়ে পরবেন, কিন্তু তখনই আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলেই আপনি সাফল্য পাবেন।

3.ব্লগিং এর লাভঃ

এতক্ষণে মনে হয় বুঝে গেছেন ব্লগিং কি? এখন আপনাদের বলছি এটি করে কি লাভ? আপনারা জানেন আপনার লেখা গুলি অন্য কেউ পরে উপকৃত হচ্ছে। আপনি যদি খুবই ভালো ভালো বিষয় সম্পর্কে লিখতে পারেন, তাহলে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিসিটর আসবে। আর ভিসিটর আসলেই আপনার লাভ। যত বেশী ভিসিটর আসবে ততই লাভ। এখন আপনাকে প্রচুর পরিমানে ভিসিটর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতদিন আপনি ভালো ভিসিটর না পান, ততদিন আপনাকে বিনামূল্যে কাজ করে যেতে হবে। এতে হতাশার কিছুই নেই। এই শ্রমটুকুই আপনাকে একদিন সাফল্য এনে দিবে

তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ।।

Credit: পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় টেক-বেঙ্গল ডটকমে, রাসেল ভাইয়ের অনুরোধে আমি তার ওয়েবসাইটটির এই পোস্টটি trickbd.com এ শেয়ার করলাম

Exit mobile version