আজকের টিউনটি ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট নিয়ে।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার ব্লগার সাইটে পোস্ট ভিউ কাউন্ট অন করবেন।আপনি/আপনার ওয়েবসাইটের ভিজিটররা আপনার প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন।

 

নিচের ধাপগুলো অনুসরণ করুন আপনার ব্লগার ওয়েবসাইটে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করার জন্য :

১. প্রথমে ব্লগারে লগইন করুন।তারপর Theme এ যান।

২.তারপর Edit Html এ ক্লিক করুন।

৩. আপনার ব্লগারে যদি Jquery Library এবং Font Awesome CDN ইনস্টল করা থাকে তবে ঠিক আছে।নয়তো নিচের বক্সে থেকে কোডগুলো কপি করে head ট্যাগ এর পরে এবং meta ট্যাগ এর সামনে পেস্ট করে দিন।

কোডগুলো কপি/ডাউনলোড করুন এখানে ক্লিক করে

 

৪. তারপর নিচের কোডগুলো কপি করে

<data:post.body/>

ট্যাগ খুঁজে বের করে তার সামনে পেস্ট করে দিন।

কোডগুলো কপি/ডাউনলোড করুন এখানে ক্লিক করে

 

৫. নিচের স্ক্রিপ্টটি একদম শেষে body ট্যাগ এর সামনে পেস্ট করে দিন।

কোডগুলো কপি/ডাউনলোড করুন এখানে ক্লিক করে

ফলাফল :


 

 


 

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


 

2 thoughts on "How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?"

    1. Levi Author Post Creator says:
      Sobkhane

Leave a Reply