কেমন আছেন ব্লগার বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লগারের ব্লাংক থিম যেটি সবার দরকাম।
আর আমি আজকে এই পোস্টে দেষাবো কীভাবে নিজে নিজে ব্লাংক থিম বানাবেন এবং ব্লাংক থিমের সম্পর্কে বিস্তারিত।
ব্লাংক থিম কী এবং এটি দিয়ে কী করে সব বোঝতে পারবেন এই সম্পূর্ণ পোস্টটি পড়ে এই পোস্টে আমি এটি নিয়েই আলোচনা করবো সাথে ডাউনলোড লিংক দিবো।
সবার জানবো ব্লাংক থিম কী?
ব্লাংক থিম হচ্ছে একটি ফাকা থিম যেটিতে কিছুই নেই এটিই হচ্ছে ব্লাংক থিম।
ব্লাংক থিমে কোনো ডিজইন নাই নেই কিছু ফাংশন যেটি শুধু টেমপ্লেট নামী একটি ফাইল।
ব্লাংক টেমপ্লেট এটির আয়তন কম হয়ে থাকে এবং এটিতে কোনো ডিজাইনিং পার্ট থাকে না শুধু থাকে html এর শুরুর ট্যাগ ও শেষের ট্যাগ।
ব্লাংক থিম কেন প্রয়োজন?
ব্লাংক থিম প্রয়োজন কারন আমরা যারা ব্লগিংয়ের জন্য ব্লগার৷ ব্যবহার করি তাদের একটি সমস্যা হচ্ছে ঘন ঘন থিম চ্যান্জ করা।
আর আপনি যদি ঘন ঘন থিম চ্যান্জ করেন তবে আপনাকে অনেক পরিশ্রম করতে হয় নতুন থিম সেটআপ আর পুরাতন থিমের ডাটা ডিলিট করতে।
কিন্তু আপনি যদি নতুন থিম আপলোডের আগে যদি ব্লাংক থিম আপলোড করেন তবে আপনাকে নতুন করে আর পুরাতন থিমের ডাটা ডিলিট করতে হবে না।
ব্লাংক থিম আপলোডের সাথে সাথে থিমের যত ডাটা ছিল সব অটোমেটির ডিলিট হয়ে যাবে এবং নতুন থিম আপলোডের সাথে সাথে নতুন থিমটি সেটআপ হয়ে যাবে।
এর জন্য আপনাকে কষ্ট করে পুরাতন থিমের ডাটা কাটতে হবে না এবং নতুন থিম আপলোডের পর সমং ব্যায় করতে হবে না।
অনেক সময় দেখা যায পুরাতন থিমের কারনে নতুন কোনো থিম আপলোড হতে সমস্যা হয় এটির যদি আপনার সাইটে হয় তবে আপনি প্রথমে ব্লাংক থিম আপলোড করে তারপর নতুন থিমটি আপলোড করবেন তবেই থিমটি আপলোড হবে এবং সঠিকভাবে কাজ করবে।
আপনি যদি একজন ব্লগার টেমপ্লেট ডিজাইনার ও ডেভেলপার হতে চান তবে সবার প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ব্লগার ব্লাংক থিম।
তারপর আপনি যদি ব্লাংক থিমে নানান ধরনের ডিজাইন যুক্ত করেন এবং ধিরে ধিরে ফিচার্স সমুহ যুক্ত করেন তবেই আপনি একটি সম্পূর্ন ইউনিক একটি থিম তৈরি করতে চান।
যদি আপনি মনে করেন কোনো স্টাডি ছাড়াই একটি ব্লগার থিম তৈরি করবেন তবে আপনি সেটি পারবেন না আপনাকে প্রথম থেকেই থিম তৈরির জন্য ব্লাংক থিম নিয়েই গবেষণা করতে হবে।
যাহোক কীভাবে একটি ব্লাংক থিম তৈরি করবেন সেটি দেখেনিন এটি খুবই সহজ।
কীভাবে ব্লগার ব্লাংক থিম তৈরি করবো?
ব্লগার ব্লাংক থিম তৈরি করা খুবি সহজ আপনাকে মাত্র কয়েকটি কোডকে একটি xml ফাইলে রাখলেই ব্লগার ব্লাংক থিম তৈরি হবে।
তাছাড়া আপনি যদি ব্লগার টেমপ্লেট সম্পর্কে কারিগরি না জানেন তবে আমি নিনে ব্লাংক থিমের কোড দিচ্ছি এটি আপনি কপি করে নিজেই একটি ব্লাংক থিম বানাতে পারেন।
কীভাবে বানাবেনঃ
প্রথমে কোডগুলো কপি করে নিবেন এবং কোড কপি করা হয়েগেলে আপনি সোজা আপনার ফোনের ফাইল মেনেজারে চলে যাবেন এবং একটি নতুন ফাইল তৈরি করবেন।
যে নতুন ফাইলটি তৈরি করবেন সেটির ফরম্যাট দিবেন .xml এবং সেইভ করে ফেলবেন।
ব্লগার ব্লাংক থিমের কোডঃ
<?xml version="1.0" encoding="UTF-8" ?> <!DOCTYPE html> <html b:css='false' b:js='false' b:defaultwidgetversion='2' b:layoutsVersion='3'> <b:attr name='xmlns' value=''/> <b:attr name='xmlns:b' value=''/> <b:attr name='xmlns:expr' value=''/> <b:attr name='xmlns:data' value=''/> <head> <title><data:blog.pageTitle/></title> <b:skin/> </head><body> <b:section id='1'/> </body> </html>
তো বন্ধুরা আপনারা যারা বানাতে পারবেন না তারা ইচ্ছে করলে ব্লাংক থিমটি ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করুন গুগল ড্রাইভ থেকে।
Blank theme download
বন্ধুরা ব্লাংক থিম নিয়ে থিম তৈরির কাজ শুরু করে দাও এবং সবাই ভালো থাকবেন।
এবং ভালো লাগলে আমার ওয়েবসাইট থেকে একবার ঘুরে আসবেন
Website