Site icon Trickbd.com

Median UI Safelink Premium Blogger Template

Unnamed

Median Ui Safelink Premium Blogger Template

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনি যদি ব্লগারের জন্য Safelink টেমপ্লেট খুঁজে থাকেন তবে আজকের পোস্টটি আপনার জন্য।আপনাকে আর SafeLink টেমপ্লেট খুঁজে হয়রান হয়ে হবে না।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেস্ট UI ওয়ালা একটি SafeLink টেমপ্লেট।যেটির ডিজাইনের উপর মুগ্ধ হওয়ার পাশপাশি ফিচারস গুলো দেখে আপনি অবশ্যই এত আপনার ব্লগে ইউজ করতে চাইবেন।বেশি কথা না বলে মূল টপিকে ফিরে আসি।

আজ আমি যে Safelink ব্লগার টেমপ্লেটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হলো :- Median Ui Safelink Blogger Template.

Median UI Safelink Demo

Safelink টেমপ্লেট এর কিছু সুবিধা –

Safelink সম্পর্কে কমবেশি সবাই জানেন,যারা ব্লগিং করেন তাদের জন্য safelink অত্যন্ত উপকারী একটি ফিচার। Safelink দিয়ে রেভিনিউ এবং অ্যাডসেন্স ইম্প্রেশন কয়েক গুন বাড়িয়ে নেয়া যায়।

Safelink টা আসলে কাজ করে যেভাবে : আপনি কোনো একটি ওয়েবসাইটে একটি ডাউনলোড লিংকে ক্লিক করলেন,সেটি আপনাকে আপনার ডেস্টিনেশন মূল ডাউনলোড লিঙ্ক এ না নিয়ে গিয়ে আপনাকে redirect করে নিয়ে যায় অন্য পেজ এ।যেখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়,তারপর ডাউনলোড লিংক শো করে।

সেখানে আপনি কিছু অ্যাডস ও দেখতে পারবেন।ঠিক এভাবেই আপনি যদি আপনার ব্লগার এ safelink ইউজ করেন,তবে আপনার সাইট থেকে কেউ লিংকে ক্লিক করলে তাকে অন্য একটি পোস্টে নিয়ে গিয়ে কাউন্টডাউন টাইম দিবে,ততক্ষণ তাকে অপেক্ষা করতে হবে।আর তার মাঝে আপনার অ্যাডস ও শো করবে।

এতে করে আপনার সাইটের বাউন্স রেট কম হয়ে যাবে এবং অ্যাডসেন্সের জন্যেও অনেক পজিটিভ ইফেক্ট ফেলবে। আশা করি বুঝেছেন Safelink কি এবং Safelink কিভাবে কাজ করে।

Median UI টেমপ্লেটটি Fletro Pro এর মতই।কিন্তু কিছুটা ভিন্ন। Fletro Pro তে bottom toolber নেই।কিন্তু Median UI টেমপ্লেট এর আকর্ষণীয় দিক হচ্ছে এর Bottom Toolber মেনু।

Median UI টেমপ্লেট এর কিছু বৈশিষ্ট :

Median UI এর Fletro এর মতই ২টি ভার্সন রয়েছে।Median UI Pro এবং Median UI Amp। AMP টেমপ্লেট এর কাজ কি সেটা সম্ভবত আপনারা সবাই জানেন।AMP হচ্ছে সবচেয়ে দ্রুত লোড হওয়া ওয়েব পেজ যেটি শুধু মাত্র মোবাইলের ক্ষেত্রে সাপোর্টেড।আর এই Median UI টেমপ্লেট টির একটি AMP ভার্সন রয়েছে।যেটি আপনার ব্লগার সাইট কে অত্যন্ত দ্রুত লোড হতে সাহায্য করবে।

তাছাড়া Median UI টেমপ্লেট টির স্পীড ফাস্ট হওয়ার ফলে আপনার ওয়েবসাইটের উপর এটি একটি পজিটিভ ইফেক্ট ফেলবে।SEO এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।ওয়েবসাইটের স্পীড বেশি হওয়া SEO এর জন্য গুরুত্বপূর্ণ।

আপনি এই Median UI টেমপ্লেটটি যেকোনো ধরনের নিশ ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন।এক কথায় বলা যায় টেকনোলজি রিলেটেড,নিউজ, ইত্যাদি।

রয়েছে রেসপন্সিভ অ্যাড স্লট।যেগুলো আপনার অ্যাডসেন্স এর অ্যাডস এর জন্য একটি প্লাস পয়েন্ট।

Median Ui 1.6 Safelink Blogger Template – Overview

এই Median UI Safelink টেমপ্লেটটি নরমাল Median UI Template এর মতই।কিন্তু, এখানে বাড়তি একটি ফিচার অ্যাড করে দিয়েছে ডেভেলপার।ফিচার টি হচ্ছে Safelink ।যেটি এই টেমপ্লেট এর বিশেষ দিক।

এই Safelink ব্লগার টেমপ্লেটটি “theme, software Download websites, and more…” ইত্যাদি ডাউনলোড সাইটের জন্য অনেক উপকারী।এবং এই Medain UI টেমপ্লেটটি অনেক প্রফেশনাল এবং রয়েছে অসাধারণ UI পাশাপাশি মিনিমালিষ্টিক স্টাইল এবং সাথে থাকছে অসংখ্য সব ফিচার।

 

Features – Median Ui Safelink 1.6

No Feature Availability
1 Best Responsive Yes
2 Google Tool Validator Yes
3 Best SEO Friendly Yes
4 Best Mobile Friendly Yes
5 404 Page Yes
6 New Featured Post Yes
7 Shortcode Yes
8 Auto Read More With Thumbnail Yes
9 Ads Ready Yes
10 Responsive Footer Yes
11 Social Follow Button Yes
12 Multi Drop Down Yes
13 Best Search Widget Yes
14 Related Posts With Thumbnail Yes
15 Social Share Button Yes
16 Email News Letter Widget Yes
17 Recent Post Widget Yes
18 Detailed Documentation Yes
19 Safelink Yes
20 Custom Credits Sure!

Extra Feature – Median Ui Safelink

Safelink Widget – এই safelink টেমপ্লেট এর ফিচার safelink উইজেট টি হেডার এর কাছে ডান দিকে বসানো আছে।আপনি যেকোনো ধরনের লিংক শেয়ার করার আগে সেই উইজেট এ গিয়ে লিংকটি পেস্ট করে Safelink জেনারেট করে সেটি শেয়ার করবেন। জাস্ট এটুকুই।

তারপর কেউ আপনার দেয়া লিংকে ক্লিক করলে তাকে অন্য পোস্টে নিয়ে যাবে এবং কাউন্টডাউন সময় দিবে,তারপর তাকে আবারও পেজের শেষে নিয়ে যাবে Get Link এ ক্লিক করলে।তারপর সেখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর তাকে ডাউনলোড লিংকটি প্রোভাইড করবে।আপনি পোস্টের উপরে এবং শেষে পোস্ট অ্যাড যুক্ত করে দিবেন।এতে করে আপনার অ্যাডসের ইম্প্রেশন বেড়ে যাবে।

Median UI 1.6 Safelink Download

আজকের মত এতটুকুই।আগামীতে আরো ভালো ফিচারস সহ সুন্দর ডিজাইনের ব্লগার টেমপ্লেট নিয়ে আসব ইনশাআল্লাহ।ততদিন ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Median UI দিয়ে বানানো সাইটের ডিজাইন দেখতে পারেন – Deshamar.com 

Exit mobile version