Site icon Trickbd.com

ব্লগার সাইটের জন্য গুরুত্বপূর্ণ সেটিংস

Unnamed

Important Blogger Settings

আসসালামু আলাইকুম।এই পোস্টে ব্লগারের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো।আপনি নতুন হয়ে থাকলে এইগুলো আপনার উপকারে আসবে বলে আশা রাখি।চলুন,শুরু করা যাক …

প্রথমে ব্লগারের ড্যাশবোর্ড এ যান।

তারপর সেটিংস এ যান।

Privacy

Privacy সেকশন থেকে Visible to search engine অন করে দিন।এতে করে আপনার ওয়েবসাইটটি কেউ সার্চ করলে খুঁজে পাবে।কিন্তু যদি অফ করে রাখেন তবে ওয়েবসাইটটি প্রাইভেট থেকে যাবে,যদি না কেউ ইউআরএল দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করে।


HTTPS

যদি নতুন কাস্টম ডোমেইন সেট করে থাকেন,তবে অবশ্যই HTTPS সেকশন থেকে HTTPS availability অন করে দিন।এতে করে আপনার ওয়েবসাইটে গুগলের দেয়া ফ্রী SSL অ্যাড হয়ে যাবে।যায় ফলে আপনার ওয়েবসাইটটি থাকবে আরো সুরক্ষিত।


Meta Tags

Meta tags সেকশন থেকে Meta search description অন করে দিবেন।


তার নিচে Search description এ আপনার সাইটের Description দিবেন এবং সেভ করে দিবেন।


Crawlers and Indexing

Crawlers and indexing সেকশন থেকে Enable custom robots.txt অন করে দিবেন।


তারপর নিচে থেকে Custom robots.txt তে ক্লিক করবেন এবং একটি পপআপ পাবেন।সেখানে আপনার সাইটের জন্য robots.txt কোড গুলো দিবেন।আমি নিচে একটি robots.txt দিলাম।সেখানে আপনার সাইটের ডোমেইন দিয়ে ইউজ করতে পারেন।

				


Enable custom robots header tags অন করে দিবেন।


এখন Home page tags অপশনটিতে ক্লিক করুন এবং allnoodp অন করে দিয়ে সেভ করে দিন।



এবারে Archive and search page tags এ ক্লিক করুন এবং noindex এবং noodp অন করে দিয়ে সেভ করে দিন।



Post and pages tags এ ক্লিক করুন।তারপর all এবং noodp অন করে দিয়ে সেভ করে দিন।




আরো পড়ুন :

বেস্ট কপিরাইট ফ্রী ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট

কিভাবে ডোমেইন এবং পেজ অথরিটি বাড়াবেন।

কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করবেন।