Site icon Trickbd.com

ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি।

Unnamed

ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার উপায়।

আসসালামু আলাইকুম।আজকের পোস্টটি হচ্ছে , কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের মেটা ইমেজ পরিবর্তন করবেন সেটি নিয়ে।

মেটা ইমেজ কি? অনেকের মনে হয়তো এই প্রশ্নটি জাগতে পারে।কারণ,আমরা যারা নতুন তারা অনেক কিছুই জানি না।তাদের প্রশ্নের উত্তরে বলি – মেটা ইমেজ তখনই দেখতে পারবেন,যখন আপনি আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোনো ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করবেন।উদাহরণ হিসেবে নিচের স্ক্রীনশট ২টি দেখুন।একটি ফেসবুক এর,অপরটি টুইটার এর।আমি যখন আমার ওয়েবসাইটের লিংক পোস্ট করেছি,তখন ঐ রকম প্রিভিউ এসেছে।যে ইমেজ টি দেখা যাচ্ছে,সেটি আমার ওয়েবসাইটের মেটা ইমেজ।


কিভাবে মেটা ইমেজ এর প্রিভিউ দেখবো?

একেক সোশ্যাল মিডিয়া তে লিংক শেয়ার করলে প্রিভিউ একেক রকম আসে।সেগুলো দেখার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া তে গিয়ে পোস্ট করতে হবে না।আমি নিচে একটি ওয়েবসাইটের লিংক দিচ্ছি,সেটিতে গিয়ে আপনার ওয়েবসাইটের মেটা ইমেজ এর প্রিভিউ কোন সোশ্যাল মিডিয়া তে কেমন হবে ,সেটি দেখতে পারবেন।

Socialsharepreview

কিভাবে মেটা ইমেজ চেঞ্জ করবো?

আপনার ব্লগার সাইটের মেটা ইমেজ চেঞ্জ করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  1. প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ।
  2. তারপর যাবেন Themes এ।
  3. এখন ড্রপডাউন মেনু থেকে Edit HTML মোড এ ক্লিক করুন।

  4. তারপর head এবং head closing ট্যাগ এর মাঝে যেকোনো জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন।এবং অবশ্যই আপনার মেটা ইমেজ এর ইউআরএল দিবেন কোড টির ভিতরে।



আরো পড়ুন :


ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার স্ক্রিপ্ট।

ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়।

৬০টি হাই কোয়ালিটি ডুফলো ব্যাকলিঙ্ক।