Site icon Trickbd.com

মাত্র ২ মিনিটে গুগলে ইনডেক্স করুন ব্লগপোস্ট

Unnamed

মাত্র ২ মিনিটে গুগলে ইনডেক্স করুন ব্লগপোস্ট।


আপনি যদি ব্লগিং এর সাথে জড়িত থাকেন,তবে অবশ্যই গুগলে পোস্ট ইনডেক্স নিয়ে কখনো না কখনো সমস্যায় পড়েছিলেন।গুগল হলো বিশ্বের সব থেকে বড় সার্চ ইঞ্জিন।যেখানে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো কিছু সার্চ দিয়ে থাকে।গুগল সেই সার্চ করা বিষয়বস্তু যে ওয়েবসাইটে থেকে পায় সেটি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শন করে।

আপনার একটি ওয়েবসাইট আছে,আপনি প্রতিনিয়ত পোস্ট করে থাকেন।আপনার কন্টেন্টের মান অনেক ভালো।কিন্তু আপনার পোস্ট যদি গুগলে ইনডেক্স না হয়,তবে কন্টেন্ট যতো ভালো হোক,প্রতিনিয়ত পোস্ট করার পরেও আপনার সাইটে ভিজিটর আসবে না গুগল থেকে।আর যারা আমরা নতুন ব্লগিং শুরু করি তারা যদি গুগল থেকে ভিজিটর ওয়েবসাইটে আনতে না পারি,তবে অ্যাডসেন্স পাওয়ার সুযোগ অনেকটাই কমে যায়।

তাই,প্রতিনিয়ত ভালো মানের পোস্ট করার পাশাপাশি পোস্ট গুগলে ইনডেক্স হওয়া জরুরি।প্রথমেই যেমন বললাম,আমরা যারা ব্লগিং করি তারা অনেক সময়েই গুগলে পোস্ট ইনডেক্স সমস্যায় ভুগী।নতুন পোস্ট করার পর অনেকেই আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে পোস্ট ইনডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করে থাকি।কিন্তু সেক্ষেত্রে পোস্ট ইনডেক্স হতে অনেক সময় লেগে যায়।পাশাপাশি বেশি পরিমাণ পোস্ট ইনডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করাও একটু সময়সাধ্য ব্যাপার।

যাই হোক,কাজের কথায় আসি।আজকে আমি দেখাবো কিভাবে অতি দ্রুত একটি ব্লগ সাইটের সকল পোষ্ট গুগলে ইনডেক্স করাবেন।এজন্য আপনার ব্লগ সাইটের জন্য গুগল নিউজ অ্যাপ্রুভ থাকতে হবে।কারণ,আমি আজ যে প্রসেস দেখাবো এই পদ্ধতিতে দ্রুত পোস্ট গুগল ইনডেক্স করানোর জন্য গুগল নিউজ (Publishercenter) ইউজ করবো।আপনার যদি গুগল নিউজ অ্যাপ্রুভ করা না থাকে,তবে কমেন্ট করবেন।আমি পরবর্তীতে পোস্ট করবো,কিভাবে গুগল নিউজে ১০০% দ্রুত এপ্রুভাল নিবেন।

নিচের প্রতিটি স্টেপ ভালো করে ফলো করুন গুগলে দ্রুত পোস্ট ইনডেক্স করার জন্য।

Step : 1 আপনার ওয়েবসাইটে পোস্ট করার পর যাবেন Feedburner এ।যে অ্যাকাউন্টে আপনার সাইটের ফীড অ্যাড করা আছে সেটি সাইনইন করে নিবেন।তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো মতো প্রথমে আপনার সাইটের ফীড এর নামের পাশের ৩ ডট এ ক্লিক করবেন।(নোট : আপনি যদি গুগল নিউজ অ্যাপ্রুভ করানোর সময় ডিফল্ট ফীড ইউজ করে থাকেন Feedburner এর ফীড এর পরিবর্তে,তবে প্রথম স্টেপ ২টি আপনার ফলো না করলেও হবে।)

Step : 2 তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো মতো ক্লিক করবেন Refresh Feed এ।

Step : 3 এবার যাবেন Publisher Center এ।যে একাউন্ট এ গুগল নিউজ অ্যাপ্রুভ করা আছে সেটি সাইন ইন করে নিবেন।তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো মত ক্লিক করবেন।

Step : 4 তারপর আবারও নিচে দেখানো মত জায়গায় গুগল নিউজ এ ক্লিক করবেন।

Step : 5 তারপর নিচে দেখানো স্ক্রীনশট এর মত Edit অপশন এ ক্লিক করবেন।

Step : 6 এবার নিচের দেখানো মত জায়গায় Content Settings এ ক্লিক করবেন।

Step : 7 এবারে নিচে দেখানো স্ক্রীনশট এর মত আপনার গুগল নিউজ এ অ্যাড করা ফীড রিফ্রেশ করবেন কয়েকবার।(বিঃদ্রঃ আপনি যদি এই জায়গায় Feedburner এর ফীড না দিয়ে ডিফল্ট টা(https://blogname.com/feeds/posts/default?alt=rss) দিয়ে থাকেন তবু হবে।শুধু ফীড টা রিফ্রেশ করবেন কয়েকবার।তবে Feedburner এর টা হলে ভালো হয়।কারণ,আমরা আগে Feedburner এ গিয়ে ফীড refresh করে দিয়েছি।এতে করে ফীড আপডেট হয়ে গেছে। Publisher Center এ ফীড রিফ্রেশ করে দিলে আপডেট হওয়া Feedburner এর কন্টেন্ট গুগল নিউজ এ আপডেট হয়ে যাবে।ফলে ২ মিনিটের ও কম সময়ে গুগলে আপনার পোস্ট ইনডেক্স হয়ে যাবে।

নিচের স্ক্রীনশট দেখুন।আমি আমার ব্লগ সাইটের ব্যাকআপ নিয়ে সেটি নতুন ব্লগ খুলে সেখানে ইমপোর্ট করার পর গুগল নিউজ অ্যাপ্রুভ করা ডোমেইন অ্যাড করে সেটির সকল পোষ্ট গুগল নিউজে আপডেট করে দিলাম।এবং সঙ্গে সঙ্গে আমার সব পোস্ট ইনডেক্স ও হয়ে গেছে।

আশা করি আমার আজকের এই পোস্টটি আপনার গুগলে পোস্ট ইনডেক্সিং সমস্যা থেকে অনেকাংশে রেহাই দিবে।

Visit for education blogpost: Educationhelp24

পোস্টটি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।কানেক্টেড থাকার জন্য জয়েন করুন আমাদের Telegram গ্রুপে।প্রতিনিয়ত বাংলা টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন