Site icon Trickbd.com

How to Show All Hidden Post in Blogger Homepage

Posted By NAhidul Islam Sagor Srk

আস্সালামুআলাইকুম। ?
.

আমি নাহিদুল ইসলাম সাগর। ?
.
আশা করি সবাই ভালো আছেন। ?
.

আজ আমি যা শেয়ার করতে যাচ্ছি,

কিভাবে আপনার Blogger সাইটের Home Page এ Hide হয়ে যাওয়া সকল Post গুলো পুনঃরায় Show করাবেন।

.
তো মূল পোস্টে আসা যাক। ?
.

তো শুরুতেই আমি গেলাম আমার ব্লগার সাইটের Blogger > Layout > Main Blog Post Section. দেখুন আমার Number Of posts on main page হচ্ছে ৫ । অর্থাৎ প্রথম পেজে মোট ৫ টি পোস্ট শো করবে, তারপর Next Page Show করবে।?

কিন্তু দেখুন আমার মাত্র ১ টি পোস্ট Show করছে।?

মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখুন পরের পেজে গেলে বাকি পোস্ট গুলো Show করছে। কিন্তু Homepage তে মাত্র ১টি Show করছে। ?

সমাধান ::

?

যেই ১টা পোস্ট Show করছে, ঐ পোস্ট Edit করুন। এবার পোস্টের মাঝের কোন এক যায়গায় Cursor নিয়ে যান। এরপর Menu বার থেকে PAGE BREAK Option Select করে Page Break করে দিন।

PAGE BREAK হয়ে গেলে Update Post করে দিন । তারপর দেখুন ম্যাজিক।

Congratulations. দেখুন ৫ টি পোস্টই HOME PAGE তে SHOW করছে।

কিছু কথা :

# যদি ৫ টি পোস্ট এর ভিতর ৩ টি HOME PAGE তে SHOW করে তখন ঐ ৩ নং পোস্ট Edit করে PAGE BREAK করে Update দিন , তাহলে ৫ টি পোস্টই Show করবে।
# আমার Layout তে ৫টি পোস্ট Select করা তাই ৫ টি পোস্ট বার বার বললাম । বিভিন্ন জনের বিভিন্ন রকম সংখ্যা হতে পারে।
.

.
সবাইকে আমার নতুন সাইট ভিজিট করার অনুরোধ রইলো। ?
.
আমার সাইট : TipsFCBD.Blogspot.Com ?
.

তো আজকের পোস্ট এখানেই শেষ করছি। র্সবশেষে একটাই কথা বলবো, অনেক কস্ট করে লিখেছি। আশা করি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগেলো। ?

Exit mobile version