Site icon Trickbd.com

ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়

 ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়

বর্তমানে অধিকাংশ ব্লগে দেখতে পাওয়া যায় এই গুগল নিউজ উইজেট কারনটা হলো ব্লগে উইজেট যুক্ত করার মাধ্যমে পাঠকগন খুব সহজেই আপনার গুগল নিউজ ফলো করতে পারে।


এতে করে যেমন ব্লগে পাঠকের সংখ্যা বৃদ্ধি পায় অন্যদিকে সাইটের র‍্যাংকিং এর উপর বিরাট একটা  ভুমিকা রাখে।

গুগল নিউজ কি?

গুগল নিউজ হলো গুগল দ্বারা পরিচালিত  নিউজ অ্যাগ্রিগেটর যা হাজার হাজার নিউজ বিভিন্ন পাবলিকেশন থেকে নিয়ে হালনাগাত করে। যেটি ২০০২ সালের সেপ্টেম্বর থেকে চালু হয় এবং ২০০৬ সাল পর্যন্ত টেস্ট এর জন্য রাখা হয়।



লক্ষ করলে দেখবেন আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করি তখন সার্চ এর টপবারে নিচের মত অনেক ফিচার দেখতে পাই- vedio,Images, map

ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়


এগুলোর মধ্যো একটি ফিচার হচ্ছে এই  News, সাধারণ ভাবে যখন কোন ওয়েবসাইট থেকে কোন নিউজ প্রকাশ করা হয় গুগল তখন সেই নিউজকে  সংরক্ষন করে।


পরবর্তিতে যখন আমরা কিছু সার্চ করি গুগল তখন তার ডাটবেজ থেকে সেই সাইটের লিংক সহ নিউজটিকে সো করে তখন যদি কেও সেই নিউজটি ওপেন করে গুগল  সরাসরি সেই সাইটে নিয়ে যায় এবং পাঠক উক্ত নিউজ বা ব্লগটি পড়তে পারে।




ব্লগে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়?

গুগল নিউজ উইজেট যুক্ত করার জন্য প্রথমেই ব্লগার সেটিং থেকে লেআউট অপশনটি ওপেন করুন-

ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়


এখন আপনি যেখানে উইজেট টি যুক্ত করবেন সেখান থেকে Add a Gadget থেকে HTML / java script ওপেন করুন।


ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়

ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়


এখন টাইটেল এর জায়গায় গুগল নিউজ এবং Content এর জায়গায়  নিচের কোড গুলো বসিয়ে দিন –



.rss-name {    color: #212529;    color: var(–text-black);}.rss-img {    display: block;    flex-shrink: 0;    height: 4rem;    margin: 1rem;    width: 4rem;    border-radius: 4px;    overflow: hidden;    position: relative;    transition: box-shadow .2s cubic-bezier(0.4,0,0.2,1) 0s; -webkit-box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);    box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);}.rss-follow {    margin-top: 5px;    color: #137333;    font-size: 14px;}.rss-a {    border: 1px solid #dadce0;    border-radius: .5rem; margin-bottom: 10px;}.flex-align1{display:-webkit-flex;display:-ms-flexbox;display:flex;-webkit-align-items:center;-ms-flex-align:center;align-items:center}

Google News

<a aria-label='Tunes71.com‘ class=’flex-align1′ href=’https://news.google.com/publications/CAAqBwgKMPW6pwsw3cW_Aw?hl=en-US&gl=US&ceid=US%3Aen‘ rel=’noopener’ title=’Tunes71.com‘>

Live 160 Followers

</div>

কোডগুলো কপি করতে সমস্যা হলে এখান থেকে দেখতে পারেন View Coade


এখানে Tunes71.com এর জায়গা আপনার সাইটের নাম এবং https://news.google.com/publications/CAAqBwgKMPW6pwsw3cW_Aw?hl=en-US&gl=US&ceid=US%3Aen এই লিংক এর পরিবর্তে আপনার গুগল নিউজ পাবলিশার লিংক যুক্ত করে নিবেন।

ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়

কোড বসিয়ে Save করে নিন।


ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়

এখন দেখুন ব্লগে উইজেট টি যুক্ত হয়ে গেছে। 



এমনি সব টেক আপডেট পেতে ঘুরে আসতে পারেন Tunes71.com থেকে। 


















Exit mobile version