আজকের বিষয় হল কিভাবে ব্লগের জন্য আর্টিকেল লিখতে হয় এবং কিভাবে ব্লগ আর্টিকেলের জন্য কন্টেন্ট রিসার্চ করতে হয়?
নতুন ব্লগার-রা ব্লগের জন্য আর্টিকেল লিখতে অনেক ভুল করে। যেমন সে অন্য ব্লগ থেকে সরাসরি কপি করে তার ব্লগে পেস্ট করে। বা,বিভিন্ন আর্টিকেল ট্রান্সলেশন করে ব্লগে পাব্লিশ করে।
তখন তাদের ব্লগে র্যাঙ্ক হয় না, গুগল থেকে ট্রাফিক আসে না। গুগল অ্যাডসেন্স এপ্রুভাল দেয় না।
এর পর তারা Totally Demotivate হয়ে যায়। আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান দিতে যাচ্ছি।
এখন প্রশ্ন, তাহলে আমি কন্টেন্ট আইডিয়া কোথা থেকে পাবো?
ব্লগের জন্য আর্টিকেল খোঁজার ৪ টি উপায়
নতুন নতুন আর্টিকেল আইডিয়া পেতে সোশ্যাল মিডিয়া এবং ব্লগের সাহায্য নিতে পারেন। যা দিয়ে আপনি আপনার আর্টিকেলকে মানসম্মত আর্টিকেল করে তুলতে পারবেন। তাহলে চলুন জেনে নিই বিস্তারিত ।
ব্লগ
প্রথমত, গুগলে আপনার কীওয়ার্ড সার্চ করুন এবং টপ ১০ রেজাল্ট ভালভাবে পড়ুন।
এই সব পড়ে, আপনি কীওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। আর আপনিও জানতে পারবেন কোন ব্লগে কোন বিষয়ে লেখা হয়নি।
আপনি আপনার ব্লগে এটি লিখতে পারেন এবং আপনি তাদের থেকে আপনার ব্লগ আর্টিকেলের মান আরও ভাল করতে পারেন।
YouTube
ইউটিউব ভিডিওতে যদি আপনার কম্পিটিটর থেকে বেশি কিছু বলে থাকে বা ইউটিউবে যে সব তথ্য পেয়েছেন ওইসব অন্য কোনো ব্লগার না লেখে। তাহলে আপনি সেটি লিখতে পারেন।
ফেসবুক
এছাড়াও আপনি Facebook এ আপনার কীওয়ার্ড সার্চ করতে পারেন । যার মাধ্যমে আপনি জানতে পারবেন কে এই বিষয়ে কোন প্রশ্ন করেছে এবং কে কি উত্তর দিয়েছে।
এখান থেকেও আপনি তথ্য নিয়ে আপনার ব্লগের আর্টিকেলটিকে একটি উচ্চমানের আর্টিকেল করে তুলতে পারেন। তবে আমি এখানে হুবুহু কপি করতে বলছি না এখানে অনেক গুলো উত্তর সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে আপনাকে।
প্রশ্ন উত্তর ফোরাম সাইট
Quora এর মত অনেক ফোরাম সাইট আছে যেখান থেকে আপনি আপনার বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর পেতে পারেন এবং আপনি আপনার ব্লগে সেটি আরও ভালো ভাবে প্রেজেন্ট করতে পারবেন।
গুগল ট্রেন্ডের সাহায্যে নতুন কিওয়ার্ড বের করুন
Google Trends হচ্ছে গুগলের একটি টুল যা বেশিরভাগ ট্রেন্ডিং বিষয় খুঁজে পেতে ব্যবহৃত হয়। Google Trends-এর সাহায্যে, আপনি আপনার টপিক থেকে সম্পর্কিত বিষয়গুলি খুঁজে পেতে পারেন এবং সেগুলিতে আপনি আর্টিকেল লিখতে পারেন৷ ট্রেন্ডিং টপিকে আর্টিকেল লিখলে আপনার ব্লগ গুগলে র্যাঙ্ক করবে এবং ট্রাফিকও আপনার ব্লগে আসবে।
ইংলিশ ব্লগ পড়ুন
এই পোস্টে সর্বশেষ উপায় হিসেবে আমি আপনাকে ইংরেজি ব্লগ পড়ার কথা বলব। ইংরেজি ব্লগ পড়ে আপনি বড় বড় ব্লগারের নতুন আইডিয়া গুলো পেতে পারবেন। যদি আপনি ইংরেজিতে দক্ষ না হন তবে সেগুলো ট্রান্সলেশন করে পড়ুন। এবং যা যা শিখলেন সেগুলো বাংলায় গুছিয়ে সহজ ভাষায় লিখুন। ট্রান্সলেশন করে কপি পেস্ট করলে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটে যা কোন ইউজার পড়বে না, এতে আপনি কখনই সফল হতে পারবেন না।
অনেকেই ব্লগের জন্য এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে নানান ভূল করে। যার ফলে পোস্ট র্যাংক হয় না। যদি আপনি এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার সঠিন নিয়ম জানতে চান তবে এটি পড়ুন ঃ- এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার ১২টি নিয়ম
উপসংহার
সবাই সব বিষয়ে অভিজ্ঞ হয় না, তাই সব বিষয়ের উপরে নিজের মত করে আর্টিকেল লেখার আগে রিসার্চ করতে হয়। উপরে নিয়ম ফলো করে আপনি আপনার ব্লগের জন্য তথ্যবহুল আর্টিকেল লিখতে পারবেন যা গুগল পছন্দ করে। পোস্টটি ভাল লাগলে আপনার ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি মনে করেন এই পোস্টে আরও কিছু বিষয় যুক্ত করা উচিৎ তবে সেটি কমেন্ট করে জানান।