Site icon Trickbd.com

[Blogger] ব্লগার দিয়ে বানানো ওয়েবসাইটের আর্টিকেল কেউ কপি করতে পারবে না, কপি হবে আপনার সেট করা কাস্টম টেক্সট। [Advanced Scripts]

kih-lagbe.blogspot.com

Blogger scripts

kih-lagbe.blogspot.com

আসসালামু আলাইকুম! 
আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।
তো কেমন আছেন সবাই? 
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।
আমরা অনেকেই আছি যাদের ব্লগারে ওয়েবসাইট আছে এবং আমরা চাই আমাদের লেখা আর্টিকেলগুলো যেনো অন্য কেউ কপি করে নিজের নামে চালিয়ে দিতে না পারে। তো এই কপি বন্ধ করার জন্য কয়েক ধরনের স্ক্রিপ্ট রয়েছে। এটা CSS ব্যবহার করে করা যায় আবার Javascript  দিয়েও করা যায়।
সিম্পল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সহজেই কপি বা রাইট ক্লিক ফাংশন ডিসাবল করা যায়।

তবে আজকে আমি একটি স্ক্রিপ্ট শেয়ার করবো যেটা একটু অ্যাডভান্সড। এই স্ক্রিপ্ট আপনার ব্লগারে কোনো লেখা কপি বন্ধ করে দিবে এবং আপনি চাইলে আপনার মনমতো একটি লেখা সেট করে দিতে পারবেন। যখন কেউ কোনো কিছু কপি করবে তখন আপনার সেট করা লেখা কপি হয়ে যাবে এবং সে যখন পেস্ট করবে তখন আপনার সেট করা লেখাটিই দেখতে পাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্ক্রিপ্ট আপনার ব্লগার ওয়েবসাইটে অ্যাড করবেনঃ-
প্রথমে আপনার ব্লগার ড্যাসবোর্ডে লগইন করুন। ব্রাউজারে ডেস্কটপ মোড চালু করে নিবেন। তারপর Theme – এ ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

এখন ড্রপ-ডাউন আইকনে ক্লিক করে  Edit HTML – এ ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

Download Script – Gdrive
এখন স্ক্রল করে একদম নিচে চলে আসুন। নিচে আসলে []  ট্যাগ পাবেন। []  – ট্যাগ এর উপরে আমার দেওয়া স্ক্রিপ্ট’টি পেস্ট করে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নিন। আপনার কাজ শেষ।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

এখন আসি কিভাবে কাস্টম টেক্সট যুক্ত করবেন অর্থাৎ কেউ যদি আপনার ব্লগার ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি করে তাহলে ব্লগারের সেই লেখা কপি না হয়ে আপনার সেট করা কাস্টম একটি লেখা কপি হবে। আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী লেখা সেট করতে পারেন। 
কাস্টম টেক্সট যুক্ত করতে 
evt.clipboardData.setData(“text/plain”, “Add your custom Text Here…“); – এই লাইনে ডাবল কোর্টস এর মধ্যে থাকা টেক্সট রিমুভ করে আপনার টেক্সট লিখে Save  দিন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

এখন যদি কেউ আপনার ব্লগার থেকে কোনো লেখা কপি করে তাহলে সেটা কপি না হয়ে আপনার দেওয়া টেক্সট কপি হবে। আমি একটি পোস্ট এর টাইটেল কপি করলাম।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

কপি করে আমার ক্লিপবোর্ড অ্যাপে এসে পেস্ট করলাম। টাইটেল কপি না হয়ে আমার সেট করা কাস্টম টেক্সট কপি হয়েছে। 
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-
kih-lagbe.blogspot.com

আজকে এ পর্যন্তই। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পোস্ট সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন।
ফ্রি’তে নেটফ্লিক্স ব্যবহার করতে চাইলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে ওয়ার্কিং নেটফ্লিক্স কুকি শেয়ার করা হয়।

টেলিগ্রাম চ্যানেল –  Premium Resources|Free
ফেসবুকে আমি


Exit mobile version