Site icon Trickbd.com

Random Password Generator Template for Blogger | Strong password generator

ব্লগারে ইতোমধ্যে স্ট্যাটিক পেজে বানানোর মত অনেক টুল স্ক্রিপ্ট শেয়ার করেছি আমি।যেগুলো দিয়ে আমরা আমদের মেইন ব্লগে বিভিন্ন ধরনের টুলস বানাতে পারি।আপনি চাইলে আপনার পূর্ববর্তী পোস্টগুলো দেখে আসতে পারেন।

আজকের পোস্টে আমি শেয়ার করবো,কিভাবে আপনি সহজেই ব্লগারে একটি পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট বানাবেন।আমি যে টেমপ্লেটটি শেয়ার করবো সেটি দিয়ে ব্লগার ব্লগে একটি Random Password Generator ওয়েবসাইট বানাতে পারবেন।এটি কিন্তু কোনো স্ট্যাটিক পেজের জন্য না।আমাদের এই টেমপ্লেট আলাদা ব্লগে ব্যবহার করতে হবে।শুধু টেমপ্লেটটি ইনস্টল করে সেটআপ করে রাখলেই হয়ে যাবে

এখন আপনি প্রশ্ন করতে পারেন যে,এই টেমপ্লেট এর উপকারিতা কি?কিংবা আপনি এই Random Password Generator Blogger Template টি দিয়ে ওয়েবসাইট বানানোর পর এটা থেকে উপকৃত হবেন কিভাবে?যেহুতু এটি আমাদের মেইন ব্লগে ব্যবহার করবো না তাই এতে অ্যাডসেন্স এর অ্যাডস ইউজ করার সুযোগ নেই।কিন্তু আমরা চাইলেই এতে অন্য অ্যাডস নেটওয়ার্ক এর অ্যাডস ব্যবহার করতে পারি।আপনি আপনার মেইন ব্লগার ওয়েবসাইটে এই সাইটটি লিংক করে দিতে পারেন,ফলে কিছু ভিজিটর পাবেন।

অথবা আপনি এটাকে নিজের জন্য ব্যবহার করতে পারেন,কিংবা এটাকে ফান পারপাস হিসেবে ব্যবহার করতে পারেন।

Random Password Generator Blogger Template এর ফিচার

এই টেমপ্লেটটির নাম দেখলেই বুঝা যায় যে, এটি দিয়ে পাসওয়ার্ড জেনারেট করা যাবে।অর্থাৎ আপনি চাইলে এটি ব্যবহার করে সহজেই একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।টেমপ্লেটটিতে Uppercase,Lowercase,Number এবং Symbols দিয়ে পাসওয়ার্ড জেনারেট করার অপশন রয়েছে।আপনি আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।

তাছাড়াও রয়েছে one click copy ফিচার।আপনার জেনারেট করা পাসওয়ার্ড একবার ক্লিক করেই কপি করতে পারবেন।এছাড়া রয়েছে Accordion ফিচার।যেখানে আপনি ওই সাইট সম্পর্কে তথ্য দিতে পারবেন।

ডেমো দেখতে : এখানে ক্লিক করুন

চলুন দেখা যাক কিভাবে ব্লগারে পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট বানানো যায়।

 

আপনার কাজ এখানেই শেষ।সবকিছু সঠিক ভাবে করে থাকলে আপনি এখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন।আপনার Random Password Generator ওয়েবসাইট রেডী।এখন নিজের ইচ্ছে মত ওয়েবসাইটটি ব্যবহার করুন কিংবা এটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন।

টেমপ্লেটটি ডাউনলোড করতে : এখানে ক্লিক করুন

উপসংহার

আজকের এই পোস্টে আমি ট্রিকবিডি ভিজিটরদের সাথে শেয়ার করেছি কিভাবে সহজেই ব্লগারে পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট বানানো যায়। আশা করি পোস্টের কোথাও বুঝতে অসুবিধা হয়নি।যেকোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।

ব্লগারে বয়স গণনা করার ক্যালকুলেটর বানানোর স্ক্রিপ্ট

প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট , ব্লগিং টিপস , ব্লগার উইজেট স্ক্রিপ্ট , এসইও টিপস পেতে ভিজিট করুন আমার Blogen ব্লগ।আল্লাহ হাফেজ।