Site icon Trickbd.com

How to transfer Website form Blogger to WordPress

ব্লগার দিয়ে ব্লগিং শুরু করার পর দেখা যায় কিছু লিমিটেশন থেকেই যায়।যেমন : সঠিক ভাবে এসইও করা যায় না,কোনো ধরনের প্লাগিন ইনস্টল করা যায় , ব্লগের সম্পূর্ণ অ্যাকসেস আমাদের কাছে থাকে না।অর্থাৎ,কোনো ধরনের নীতিমালা ভঙ্গ করলে তৎক্ষণাৎ ব্যান করে দেয়।তাই ব্লগার দিয়ে সতর্ক ভাবে ব্লগিং করা উচিত।

তাছাড়া প্রায় সবকিছু ম্যানুয়ালি করতে হয়।যা আমরা ওয়ার্ডপ্রেসে অটোমেটিক ভাবে প্লাগিন দিয়ে করতে পারি।তাই অনেকেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে শিফট হতে চায়।কিন্তু এতদিন ব্লগারে ব্লগিং করে যেসব পোস্ট লিখেছি,সেসব তো আর ফেলে দেয়া যায় না।তাই আমাদের ব্লগারের পোস্ট/কমেন্ট/পেজ সহ ওয়ার্ডপ্রেসে শিফট হলে কেমন হয়!এতে আমাদের ব্লগের সম্পূর্ণ ব্যাকআপ সহ ওয়ার্ডপ্রেসে শিফট হওয়া যাবে।

আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট ট্রান্সফার করবেন।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ট্রান্সফার করবো কিভাবে?

নিচে দেখানো স্টেপগুলো সঠিক ভাবে ফলো করলে সহজেই ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবেন।

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার ওয়েবসাইট ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সুন্দর ভাবে ট্রান্সফার করতে পারবেন আশা করি।কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন।আজকের মত এতটুকুই।

Read more – NU Degree Admission Circular

উপসংহার

এই ছিলো আজকের পোস্ট কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ট্রান্সফার করা যায়।আশা করি আমি সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি।