Site icon Trickbd.com

ব্লগার ওয়েবসাইটে যেভাবে গণিতের সমীকরণ লিখবেন

ব্লগার ওয়েবসাইটে যেভাবে গণিতের সমীকরণ লিখবেন

ব্লগার ওয়েবসাইটে যেভাবে গণিতের সমীকরণ লিখবেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। আমি ট্রিকবিডি থেকে আসিফ আছি আপনাদের সাথে । আপনারা যারা ব্লগারে গণিতের বিষয়ে পোস্ট করেন , তাদের জন্য আজকের এই পোস্টটি কাজে দিতে পারে ।ব্লগারে গণিতের সমীকরণ লেখা আপনাদের কাছে কঠিন বিষয় মনে হতে পারে ।কারণ সমীকরণের সব চিহ্ন গুলা আমাদের কিবোর্ডে থাকে না ।  কিন্তু আপনি যা ভাবছেন তা একদমই নয় । আবার অনেকে সমীকরণের ছবিও ব্যবহার করেন । ছবি ব্যবহারের ফলে ওয়েবপেজ টা একটু ভারী হয়ে যায় । আর লোড হতে কিছুটা সময় বেশি লাগে ।  আজকে আমি দেখাবো ব্লগার ওয়েবসাইটে যেভাবে গণিতের সমীকরণ লিখবেন। 

<script src=“https://cdnjs.cloudflare.com/ajax/libs/mathjax/2.7.4/latest.js?config=AM_CHTML”></script>

 

প্রথমে আপনাদেরকে উপরে দেওয়া কোডটি কপি করতে হবে । পরে আপনারা ব্লগারে যাবেন পরে থিমে ক্লিক করবেন । 

থিমে ক্লিক করে কাস্টমাইজ এর পাশে যে অ্যারো বাটন থাকবে । সেটিতে ক্লিক করবেন ।

এরপরে Edit HTML এ ক্লিক করবেন ।

এখানে আপনারা CTRL + F দিয়ে head লিখে সার্চ দিবেন ।

 

head টেগ এর মধ্যে উপরের কপি করা কোডটি পেস্ট করে দিবেন ।

কোডটি পেস্ট করে সেভ বাটনে ক্লিক করবেন ।

এখন সমীকরণ লেখার জন্য আপনাকে এই ওয়েবসাইট এ যেতে হবে ।

এই ওয়েবসাইটে প্রবেশ করে নিচের দিকে আসলে এই টুল গুলা দেখতে পারবেন । এখান থেকে আপনারা সমীকরণ লিখবেন ।

আমি আপনাদের দেখানোর জন্য একটা সমীকরণ লিখলাম । লিখা হয়ে গেলে পাশে LaTeX বক্সের মধ্যের লেখা গুলো কপি করে নিবেন ।

এরপরে আপনারা বক্সের লেখা গুলো ব্লগার এ এনে পেস্ট করবেন । বক্স এর লেখা গুলোর আগের ও পরে  “   এই চিহ্ন দিতে হবে ।

কিবোর্ড এর Esc বাটনের নিচের বাটনে ক্লিক করলে এই চিহ্ন আসবে । তো আমরা যে সমীকরণটি লেখলাম আমরা সেটি দেখে আসি ।

দেখেন সমীকরণটি চলে এসেছে । এভাবের আপনারা খুব সহজে ব্লগার ওয়েবসাইটে সমীকরণ লিখতে পারবেন । যদি কোন বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করবেন ।

 

 

 

 

 

Exit mobile version