আজকাল আমরা হয়তো অনেকেই ব্লগার এর সাথে পরিচিত আমরা জানি ব্লগার দিয়ে শুধু মাত্র ব্লগ তৈরি করা যায়।
কিন্তু কিছু বিশেষ টেকনিক অনুসরন করে ব্লগারেও তৈরি করা যায় মেইল এড্রেস।
আপনারা যারা টেম্পোরারি মেইল এর সাথে পরিচিত আপনারা হয়তো দেখেছেন টেম্পোরারি মেইল দিয়ে ফেসবুক আইডি খুললে সেটি কয়েক ঘন্টারমধ্যে আইডি ডিএকটিব করে দেয়।
তাছাড়া টেম্পোরারি মেইল সারা বছর রাখা যায় না কিন্তু আজকের বিশেষ পদ্ধতি অনুসরন করে আপনি যদি ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল এড্রেস বানাতে পারেন তাহলে কেমন হয়।অবশ্যই ভালো হয় সেজন্যই তো আজকে এই পোস্ট।এই পোস্টে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল এড্রেস বানাবেন।
আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল এড্রেস বানানোর সুবিধাঃ
ব্লগার দিয়ে ইমেইল এড্রেস বানালে অনেক সুবিধা পাবেন যা আপনি টেম্পোরারি মেইল এ পাবেন না।
টেম্পোরারি মেইল এ কোনো ইমেইল আসলে সেটি কয়েক ঘন্টার মধ্যে অটোমেটিক রিমুভ হয়ে যায় কিন্তু আপনি যদি ব্লগার দিয়ে ইমেইল বানান তবে আপনি যতক্ষন পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষন পর্যন্ত ডিলিট হবে না।
ব্লগারে আপনি আনলিমিটেড ইমেইল বানাতে পারবেন কিন্তু টেম্পোরারি মেইলে আপনি একটি অ্যাপে একটিই মাত্র বানাতে পারবেন।
ব্লগার দিয়ে ফেসবুক সহ অন্যান্য আইডি খুললে সেটি কখনো ডিজেবল হবে না কিন্তু আপনি যদি টেম্পোরারি মেইল এ কোনো আইডি খুলেন তবে সেটি ডিজেবল হয়ে যায়।
কীভাবে ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল এড্রেস বানাবেনঃ
ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল বানাতে চাইলে আপনাকে একটি গুগল এড্রেস লাগবে।বর্তমানে সবারই ইমেইল এড্রেস আছে।
আপনি প্রথমে গুগল দিয়ে ব্লগারে সাইন ইন করবেন।
তারপর একটি ব্লগ তৈরি করবেন এবং ব্লগের সেটিংসে চলে আসবেন।
ব্লগ তৈরি হয়ে গেলে ব্লগের সেটিংসে ক্লিক করবেন। |
এখানে দেখতে পাবেন Email নামে কতগুলো আপশন দেওয়া আছে।আপনি এখান থেকে Post using email এই অপশনটা সিলেক্ট করে দিবেন।
তারপর Email সেকশন থেকে Post using Email তে ক্লিক করবেন। |
সিলেক্ট করার পর দেখতে পাবেন আপনার জিমেইল এর ইউজারনেইম দেওয়া আছে আপনি পরে যে নামে ইমেইল বানাতে চান সেটি এখানে দিবেন।
যেমন দেখুন আমি দিলাম Fakemail এবং Save as Draft করে দিলাম।তারপর Save করে দিবেন।
তারপর Save Emails ad draft post দিবেন এবং আপনার আসল ইমেইল এর পরে একটি বক্স থাকবে এখানে যে মেইল বানাবেন সেটি দিবেন তারপর Save করে দিবেন। |
তাহলে এখন আমার মেইলটি হচ্ছে mdrakibmiafb.fakemail@blogger.com এমন আপনি যেমন দিবেন আপনারটাও তেমন হবে।
এবার আমার তৈরিকৃত মেইলে একটি মেইল পাঠাচ্ছি |
এখন কেউ যদি আপনাকে মেইল করে এই এড্রেসে তাহলে আপনার ইমেইলগুলো ব্লগার পোস্টের ড্রাফ্টে জমা হবে।
দেখুন ব্লগার ফেইক মেইলে আমার পাঠানো ইমেইল চলে আসছে। |
আপনার যেটা প্রয়োজন হবে সেটাকে পাবলিশ করে পড়তে পারবেন এবং পড়া শেষে আবারও আনপাবলিশ করে দিবেন।
এভাবে আপনি যেকয়টা ইমেইল বানাতে চান ততটা ব্লগ তৈরি করে এভাবে নিয়ম অনুসরন করবেন।
পরিশেষে বলতে চাইঃ
আমি আপনাদেরকে শুধুই দেখালাম কীভাবে ব্লগার দিয়ে আনলিমিটেড ইমেইল বানাতে হয়।
এভাবে ইমেইল বানিয়ে কোনো অসৎকাজে ব্যবহারে কোনো আইনি জটিলতায় পড়লে আমি বা ট্রিকশিখবো দায়ি থাকবে না।
এটা শুধু মাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে তাই কেউ এটি অন্যায় কাজে ব্যবহার করবেন না।
তো এই ছিল আজকের পোস্ট আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে।