হ্যালো বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন! আমরা অনেক হয়তো জানি প্রথম আলো অনলাইনে খুবই জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়েবসাইট হিসেবে।
এই প্রথম আলো ওয়েবসাইটে দৈনিক প্রতিনিয়ত দেশ-বিদেশ চাকরি থেকে শুরু করে ইত্যাদি সব প্রকার কনটেন্ট সেখানে প্রকাশ করা হয়।
আজকে মূলত এই ওয়েবসাইট নিয়ে আমরা কয়েকটি বিষয় আলোকপাত আলোচনা করব,,, যার মাধ্যমে আশা করা যায় নিজের ওয়েবসাইটে এই প্রথম আলো ওয়েবসাইটের সকল প্রকার কনটেন্ট বা খবর দেখা যাবে।
পুরো বিষয়ে ধারণা পেতে একটু ধৈর্য ধরে পুরা বিষয়টি মনোযোগ সহকারে শুনুন সহজে বোঝানোর চেষ্টা করব!
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 1 Steps
- প্রথম আলো ওয়েবসাইটের খবরগুলি নিজের ওয়েবসাইটে রাখার জন্য, আমরা কয়েকটি কোডিং বা কোড নিয়ে কাজ করব।
- এই কোড ব্যবহার করার মাধ্যমে আমরা প্রথম আলো ওয়েবসাইটের সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর সুযোগ পাবো।
- অর্থাৎ যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি নিজের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে প্রথম আলো ওয়েবসাইটের কন্টেন্ট গুলি দেখতে পারবেন।
- হ্যাঁ আপনি আলাদা করে প্রথম আলো ওয়েবসাইটের লিংকে বা এড্রেস এ প্রবেশ করতে হবে না। এই কাজটি মূলত আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে, রাখতে পারলে সহজে সেটাই করা সম্ভব।
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 2 Steps
একটি মনোযোগ সহকারে পুরো বিষয়টি আগে বোঝার চেষ্টা করুন,,,, আমি মোটামুটি ভাবে প্রথম আলো ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কয়েকটি লিংক সংরক্ষণ করেছি।
কারণ এই ইউ আর এল ভেতর প্রথম আলো ওয়েবসাইটের খবরগুলি প্রকাশ করা হয়। যদিও প্রথম আলো ওয়েবসাইটের অনেকগুলি ইউআরএল লিংক রয়েছে। কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বেশ কিছু লিংক সংরক্ষণ করে রেখেছি।
যেমনঃ
Important সকল খবর Prothom Alor Links
1. https://www.prothomalo.com/bangladesh
2. https://www.prothomalo.com/religion
3. https://www.prothomalo.com/technology
4. https://www.prothomalo.com/chakri
5. https://www.prothomalo.com/education
6. https://www.prothomalo.com/business
7. https://www.prothomalo.com/lifestyle
8. https://www.prothomalo.com/world Etc Url.
আমি সিম্পল ভাবে ব্লগার ইউজ করি, এই ব্লগার দিয়ে আমি দেখানোর চেষ্টা করব, নিজের ওয়েবসাইটে প্রথম আলো নিউজ পোর্টালের সকল প্রকার খবর যেগুলি প্রতিনিয়ত প্রকাশ করা হয় সেটা সেটআপ করা।
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 3 Steps
নিজ ওয়েবসাইটে এই সকল খবর বা প্রথম আলো ওয়েবসাইট দেখানোর জন্য, শুরুতে আমাদের একটি ইমবেট বা বসানোর কোড ব্যবহার করতে হবে। এবং তার ভিতরে রাখতে হবে নির্দিষ্ট প্রথম আলো ওয়েবসাইটের লিংক।
শুরুতে আমি যে গুরুত্বপূর্ণ লিংক গুলো দিয়েছি সেগুলির কথাই বলছি,,, আমি আমার মত করে প্রথম আলো ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিংকগুলি সাজিয়ে রেখেছি ইমবেট কোড দিয়ে।
এই কোডগুলি আপনার ওয়েবসাইটে পোষ্টের ভিতরে অথবা পেজের ভিতরে কাজ করবে! প্রথমত যে দুইটি কোড আমি রেখেছি এর ভিতরে একটি কপি করে নিন।
১
২
আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দুই নাম্বার কোড কপি করে নিলাম। আমি যেভাবে লিঙ্ক ও কোড গুলো রেখেছি ঠিক এভাবে আপনিও নিয়ে রাখবেন পুরো বিষয়টি বোঝার জন্য।
- প্রত্যেকটি কোডের ভিতরে আলাদা আলাদা ওয়েবপেজ ভিউ হবে আপনার ওয়েবসাইটে। যেখানে সরাসরি প্রথম আলো ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকের ইউআরএল লোড হবে। আমি গুরুত্বপূর্ণ যে কয়েকটি কোড রেখেছিলাম সেগুলি প্রায়ই নিচে রেখেছি আপনার ইচ্ছামত যে কোন কোড কপি করে নিবেন।
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 4 Steps
আমি শুধু প্র্যাকটিকাল একটা দেখাবো আপনারা প্রত্যেকেই নিজে নিজে করে নিতে পারবেন। আমি আমার ব্লগার নিজ ওয়েবসাইটে নতুন একটি পোস্ট তৈরি করব।
১
তাই প্লাস আইকন থেকে শুরু করে পুরো প্রসেস স্ক্রিনশট এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি।
নতুন পোস্ট তৈরি
২
তারপর পোস্ট এর ভেতর html view অপশন সিলেক্ট করে নিব। এবং নির্দিষ্ট যেকোনো একটি কোড কপি করে কোড সেখানে বসিয়ে দিব।
ইমবেট কোড বসানো
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 5 Steps
এখানে তেমন কিছু করার নেই আপনি সরাসরি আপনার ব্লগকে এবার প্রকাশ করে দিতে পারেন।
ব্লগ প্রকাশ
১
২
এবার এই ব্লগটি ভিউ করে দেখব প্রথম আলো ওয়েবসাইটের নিউজ বা খবর গুলি আমাদের ওয়েবসাইটে দেখা যায় কিনা!
Prothom Alo Websiter সকল খবর নিজের ওয়েবসাইটে দেখানোর 6 Steps
এজন্য আমি থ্রি ডট লাইন থেকে, ভিউ অপশনে ক্লিক করে দিলাম।
ব্লগ ভিউ
১
২
ফলাফল হিসেবে আমি যেটা দেখলাম সেটা খুবই চমৎকার। এটা কি আমার নিজের সাইট নাকি প্রথম আলোর সাইট সেটা আমি পার্থক্য করতে পারলাম না। (মানে একটু মজা করে বিষয়টি বললাম)
কনটেন্ট ওপেন
এভাবে করে আপনি আলাদা আলাদা পোস্ট তৈরি করবেন, আপনার প্রয়োজন হয়। এই কোডের ভিতরে কয়েকটা কথা বলতে চাই যেমনঃ
এখানে আমি যে নির্দিষ্ট ইউআরএল রেখেছি কোডের ভিতর ইউআরএল আপনি আপনার মত দিয়ে দিতে পারেন। যে ইউআরএল এখানে আপনি দিবেন সেই ইউআরএল আপনার ইমবেড কোডের ভিতর লোড করানো হবে।
ইমবেট লিংক
https://news.tasikofficial.com
এটা করে লাভ কি?