হাই ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছেন?
সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজ আমি আপনাদের কে দেখাবো, কিভাবে খুব সহজেই Mi ফোন দিয়ে কানেক্ট করা wifi– এর পাসওয়ার্ড বের। করবেন। আসলে ১০০% কার্যকরী, এটি করতে আপনার মোবাইল রুট করা ও লাগবেনা। শুধু একটি সফটওয়্যার ডাউনলোড দিলেই পাসওয়ার্ড দেখতে পারবেন।
প্রথমেই বলে নেই… পোষ্টটি বুঝতে কারো কোনো সমস্যা হলে ভিডিওটি দেখে কাজ করুন, ভিডিওতে বিস্তারিত বলা আছে।
তো চলেন কাজে চলে যায়….
প্রথমে বলে নেই.. আজ সকাল ১০টা থেকে আমার Exam শুরু, তাই বিস্তারিত লিখতে পারবোনা, তবে আপনাদের সুবিধার্থে ভিডিও ও বানিয়েছি।
প্রথমে Google Play Store থেকে QR Code Reader– সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সফটওয়্যার টি অপেন করুন, সফটওয়্যার টি ক্যামেরার মত,
অর্থাৎ আপনার যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা ঐ মোবাইলের ওয়াইফাই– এ গিয়ে যেই টার পাসওয়ার্ড দেখতে চান ঐ টার মাঝে ক্লিক করলে একটি QR Code দেখতে পারবেন, নিচের ছবির মত (বিস্তারিত ভিডিওতে)
এখন শুধু আপনি আপনার QR Code টি QR Code Reader সফটওয়্যার টি চালু করে ধরলেই পাসওয়ার্ড বের হয়ে যাবে।
আজকের পোষ্ট সমাপ্ত
সময় কম থাকার কারনে বিস্তারিত লিখতে পারলাম না, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখে কাজ করুন, ভিডিওতে বিস্তারিত বলা আছে।
ভিডিও লিংক।
সৌজন্যেঃ FARABI 360
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
সবাই অাবালের চ্যানেলে রিপোর্ট করুন।।
পরীক্ষা শেষে পোষ্টির বিস্তারিত দিয়েন কিন্তু।
ভিডিও দেখলে মাত্র ১০ সেকেন্ডই দেখতে পারব 😉
তা একটু বিস্তারিত দিয়েন। 🙂
নইলে গালি খাইতে খাইতে পাগল হয়ে যাবেন!
এটা লিখা নিষেধ
?
২. এইভাবে পাসোয়ার্ড শুধু MI। ফোন থেকে শেয়ার করা যায় যেটা আপয়ার পোষ্টের কোথাও উল্লেখ করা নাই। আর সব MI phone ইউজার এটা জানে সুতরাং এটা খুব ব্যাসিক পোষ্ট
পরবর্তীতে এরকম টাইটেল এবং পরিপূর্ন তথ্য না দিয়ে পোষ্ট করা হলে আপনার বিরুদ্ধে একশন নেয়া হবে ?
(পোষ্ট টা পরিপূর্ন তথ্য দিয়ে এডিট করা হলো)
আর আমি [email protected] এ এইটা নিয়ে মেইল করেছি প্লিজ আমাকে Author করেন?
মডেরেটর ভাই,,,,,, আমি ৪ টি মানসম্মত পোস্ট করছি আমাকে Author করেন এবং পোস্টগুলো পাবলিশ করেন প্লিজ??
আর আমি [email protected] এ এইটা নিয়ে মেইল করেছি প্লিজ আমাকে Author করেন?