আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
তো কাজের কথায় আসি। আজ আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটি পড়ে আপনি নিজেই কম্পিউটার ট্রেনিং দিতে পারবেন। মানে আপনার যদি একটি কম্পিউটার থাকে তাহলে আপনি নিজেই বাড়িতে বসেই কম্পিউটার শিখতে পারবেন।
অ্যাপটিতে আপনি
কম্পিউটার কি,
কম্পিউটারের ইতিহাস,
বাংলাদেশে কম্পিউটারেরর ইতিহাস,
বাংলা সফটওয়্যার উদ্ধাবনের ইতিহাস,
কম্পিউটার সিস্টেম,
কম্পিউটারেরর ব্যাবহার বা প্রয়োগ,
কম্পিউটারের প্রকারভেদ,
কম্পিউটারে কাজ করার পদ্ধতি,
কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি
কী বোর্ড পরিচিতি ইত্যাদি আরো অনেক কিছু জানতে পারবেন।
এই অ্যাপটিতে অনেক কিছু শিখতে পারবেন।
App Name : কম্পিউটার ট্রেনিং
অ্যাপটি সম্পর্কে তেমন কিছু বলতে হবেনা।
অ্যাপটি ওপেন করলে আপনারা নিজে সব কিছু বুঝে যাবেন।
তবুও অ্যাপটির কিছু স্কিনসর্ট দিলাম নিচে আপনাদের সুবিদার্থে।
অ্যাপটি ওপেন করলে আপনারা এরকম দেখতে পাবেন।
এই অ্যাপটা আপনাদের সবার অনেক কাজে লাগবে।
যদি কোথায় না বুঝেন তাহলে কমেন্টে বলেন।
( আমি জানি trickbd তে contributer দের পোস্ট সরাসরি পাবলিশ হয় না। তাই যদি কোন author আমার পোস্ট টা পাবলিশ করে তাহলে বাজে comment না করে ভুলগুলি ধরিয়ে দিয়ে শিখতে সহযোগিতা করবেন)
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বি: দ্র: যদি কোন ভুল ভ্রান্তি হয় অথবা আপনার পোষ্টটি টি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি সবাই ভালো থাকবেন।
নিত্য নতুন ট্রিক পেতে Trickbd এর সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
যে কোনো প্রয়োজনে:ফেসবুকে আমি