যাদের বাসায় wifi লাইন আছে তাদের এই পোস্টটি দেখা প্রয়জন।
আপনার ISP থেকে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইডথ নিয়ে
থাকেন তবে তার সর্বো্চ ব্যাবহারের জন্য আপনার 3 টি বিষয় মাথায় রাখতে হবে এবং তা হল:
- ONU: এটি আপনার কেবলের নেট কে ওয়্যারলেস করতে সাহায্য করে।এটি ভাল কোম্পানির হলে স্পিড ভাল পাবেন তবে আপনার আইএসপি আপনাকে যেইটা ধরিয়ে দিবে তাতেও ভাল কাজ হবে।
- CAT 5/CAT 6 Cable: এই কেবলের কাজ এটি ONU থেকে রাউটারে সংযোগ দিবে। রাউটারের সাথে ক্যাট 5 কেবল দেয়া থাকে তবে আমি সাজেস্ট করব ভাল স্পিড পেতে কয়েকশ টাকা দিয়ে CaT 6 কেবল ইউস করতে।
- রাউটার: এটি হল মেইন মেশিন যা আপনাকে আপনার ইন্টারনেট কানেকশন দিবে। এটি ভাল না হলে স্পিড কখনোই ভাল পাবেন না। বাজারে ২ ধরনের রাউটার পাওয়া যায়।ডুয়েল বেন্ড এবং সিঙ্গেল বেন্ড। এর সুবিধা অসুবিধা নিচের রাউটার রিভিউ দেখলে বুঝেন।
দীর্ঘদিন আমার রাউটারে সমস্যা করাতে নতুন একটি রাউটার কিনি এতে আমি যা যা সুবিধা পেলাম তা শেয়ার করছি।
রাউটার রিভিউ
Price: Daraz থেকে 1900 টাকা পড়ছে অফারে। আরেকটি পুরাতন মডেল আছে C20 ওইটাও সেইম price.
Old WR720N vs C24
- 2.4ghz
- 5ghz
Old: All Speed 1-3MBps
Ping: 200-999ms(not stable)
New: All Speed 1-3MBps
Ping:200-220ms(stable)
Download: Upto 7.5mbps
All Download: 1-3Mbps
Ping:65-80 (stable)
Range:
2.ghz আগে 60 পার্সেন্ট পেতাম এখন 80 পারসেন্ট পাই সেইম পজিশনে রেখে চেক করলাম। 5ghz রেঞ্জ অনেক কম সর্বোচ্চ 2 রুম কাভার করবে।
ডুয়েল বেন্ড:
এতে wifi ফ্রিকুয়েন্সি 5 GHz এবং স্পিড পাবেন 5জি তে। আপনার নরমাল পিং 100 হলে এতে হবে 50। পাবজির জন্য ডুয়েল বেন্ড রাউটার খুব জরুরি। তবে একটা অসুবিধা হল এতে রেঞ্জ অনেক কম। এতে ডাউনলোড স্পিড ও অনেক ফাস্ট।
আমার বিজ্ঞাপন:
যারা কেনাবেচা(Health And Beauty + Onno উপায়) করে অল্প সময়ে টাকা ইনকাম করতে আগ্রহী তারা আমাকে
ইনবক্স করুন। আপনি বেকার হয়ে থাকলে এই সুযোগ আপনার জন্যে ?।আমি মাগরিব এর পর ফ্রি থাকব সে টাইম এ আমাকে ফেসবুক এ মেসেজ দিতে পারেন।
Facebook