Site icon Trickbd.com

কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনে প্রক্সি সার্ভার ইউজ করতে পারেন কোনো সফটওয়্যার ছাড়া (only wifi user)

Unnamed

আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন সবাই?আশা করি সকলে ভাল আছেন।আমি গত পোস্ট এ দেখিয়েছিলাম, কিভাবে আপনারা termux এর মাধ্যমে আনলিমিটেড ফ্রি প্রক্সি পেতে পারেন।চাইলে পোস্টটি দেখে আসতে পারেন [Termux] how to get free unlimited proxy server / কিভাবে যেকোনো দেশের ফ্রি প্রক্সি পেতে পারেন খুব সহজে।
২/১ জন কমেন্ট/টেলিগ্রামে নক করছিলেন যে, প্রক্সি কিভাবে ফোনে সেট করতে হয়।তাদের কাছে এটি একটি বেস্ট পোস্ট হতে যাচ্ছে।
যারা termux দিয়ে proxy বের করতে পারতেছেন না অথবা সময় নষ্টের কথা ভেবে termux কে পাত্তা দিচ্ছেন না,তারা proxynovaসাইটটি ব্যবহার করতে পারেন।
প্রথমে আমি আমার আপনি লোকেশনটি আপনাদের দেখিয়ে নিচ্ছি।
স্ক্রিনশট এ দেখুন আমার আইপি এড্রেস
আইপি এড্রেস চেক করার জন্য গুগলে সার্চ দিন what is my location ip

স্ক্রিনশট এ দেখেই নিলেন আমার আইপি এড্রেস।
এবার proxynovaসাইটে প্রবেশ করুন।আপনার পছন্দ মত একটা প্রক্সি সিলেক্ট করুন।
আমি একটা সিলেক্ট করলাম

proxy:20.81.62.32
port:3128

এবার চলুন,কিভাবে প্রক্সি সেট আপ করবেন দেখে আসি।প্রথমে আপনার ওয়াইফাই সেটিংস এ যান।তারপর এরো চিহ্ন দেখানো স্থানে ক্লিক করুন।তারপর আপনার ফোনে যেই ওয়াইফাই কানেক্ট আছে ঐটায় সিলেক্ট করুন

আবার এরো চিহ্ন দেখানো স্থানে ক্লিক করুন।

তারপর manual সিলেক্ট করুন।

এবার স্ক্রিনশট এর মত প্রক্সি আর পোর্ট বসিয়ে উপরের ঠিক চিহ্নে ক্লিক করে সেভ করে দিন।

এবার ব্রাউজারে ঢুকে সার্চ দিন what is my location ip

এখন দেখতেই পাচ্ছেন আমার আইপি এড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে।
বি.দ্র: যদি ব্রাউজিং করতে গেলে যদি ইরো দেখায়, তখন আবার প্রক্সি চেঞ্জ করে নিবেন।
তো,আজকের পোস্ট এই পর্যন্তই।আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ?
Exit mobile version