TrickBD.com এ স্বাগতম।
আশাকরি সবাই ভালো আছেন।
কমবেশি আমরা সবাই জানি যে মোবাইল ফোনে কাস্টম রম বা Firmware install করে নানা রকম ফিচার পাওয়া সম্ভব এবং পারফরম্যান্সও বাড়ানো সম্ভব।
কিন্তু এই বিষয়টা হয়তো সবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে রাউটারও তো একটা ফার্মওয়্যার এর মাধ্যমে পরিচালিত হচ্ছে তাহলে কি স্টক ফার্মওয়্যার এর পরিবর্তে রাউটারের কোনো কাস্টম ফার্মওয়্যার নেই? যার মাধ্যমে আমরা রাউটার থেকে এক্সট্রা ফ্যাসিলিটি এবং পারফরম্যান্স পেতে পারি?
দুর্ভাগ্যের কারণ হচ্ছে এই বিষয়ে বাংলা আর্টিকেল ইন্টারনেটে খুবই কম। আজকে আমি এসব বিষয় আপনাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রত্যেকটা Wired বা Wireless রাউটার একটি নির্দিষ্ট অপারেটিং সিস্টেম দ্বারা অপারেটেড হয়।যেটাকে আমরা Firmware বলে থাকি।রাউটার কেনার পর Default যেই ফার্মওয়্যার বা Operating System সেটাপ করা থাকে সেটাকে Stock OS বলে।
স্টক অপারেটিং সিস্টেমে কোম্পানি যেসব ফিচার দিয়ে থাকে সেগুলোর বাইরে আমরা এক্সট্রা কিছু পাইনা। তবে কাস্টম কিছু Firmware রয়েছে রাউটারের জন্য যেগুলোর মাধ্যমে আমরা অনেক বেশি এডভ্যান্টেজ পেতে পারি এবং এর মাধ্যমে রাউটারের স্ট্যাবিলিটি বাড়ানো সম্ভব।
রাউটারের জন্য এমন একটি অপারেটিং সিস্টেম বা Firmware হচ্ছে Open WRT.
এটি একটি (Linux) লিনাক্স based open Source Operating System.
এটি রিলিজ হয় ২০০৪ সালের জানুয়ারি মাসে।
সব রাউটারের জন্য এরা Firmware তৈরি করেনা তবে বেশি প্রচলিত রাউটারগুলোর Firmware পেয়ে যাবেন Open WRT’র অফিসিয়াল সাইটে।
এই ফার্মওয়্যারের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটি কাস্টমাইজেবল এবং খুবই লাইট ওয়েট।যার কারণে রাউটারে একটা ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব।
তবে এমনটাও নয় যে সব রাউটারেই এটা খুব ভালো পারফর্ম করবে।অনেক রাউটার রয়েছে যেগুলোতে উরাধুরা ফারফর্ম করে আবার অনেক রাউটার আবার Open wrt ফ্ল্যাশ করার পর ব্রিক করে। আর Open WRT স্টক অপারেটিং সিস্টেমের মতো অতোটা ইজি টু এক্সেস নয়।এটি এক্সেস করা জন্য অবশ্যই আপনার বেসিক জ্ঞান থাকা লাগবে নাহলে তালগোল পাকিয়ে যাবে।
পরিশেষে বলবো আপনি যদি আপনার রাউটারকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে চান যেমনটা রুট করার মাধ্যমে ফোনকে করে থাকি এবং নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রেখে রাউটারকে নিজের মতো রাখতে চান তাহলে OPEN WRT আপনার জন্য ভালো সলিউশন তবে অবশ্যই পারদর্শী হতে হবে।আর মনে রাখবেন সব কিছুর কিছু নেগেটিভ দিক থাকে তা Open wrt’র ক্ষেত্রেও হতে পারে এছাড়াও Open WRT’ই শুধু রাউটারের ফার্মওয়্যার নয় এমন আরো বেশকিছু ফার্মওয়্যার আছে যেমন DD-WRT।
আমার যতোটুকু জানা ছিলো আপনাদের মাঝে তা শেয়ার করার চেষ্টা করলাম।
ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
টেলিগ্রামে আমি