Site icon Trickbd.com

[Technology] How To know Your Computer Age?

Unnamed

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে অনেক অনেক ছোট একটি টিপস শেয়ার করবো । আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেনপুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যইএই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নই। জানলে ভালো না জানলে যেনে নিন ।তো কথা বাড়িয়ে লাভ নাই কাজের কথাই আশি ।নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন ঃ১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।৫. তারপর দেখেন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে।তারপরেও যাদের বুঝতে সমস্যা তাদের কথা মাথাই রেখে নিচে স্ক্রীনশট সহ ছবি দেয়া হল আশা করি আর বুঝতে সমস্যা হবে না ।

স্ক্রীনশটঃ

ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ।