Site icon Trickbd.com

মোবাইলে C program প্র্যাকটিস করার জন্য সবচেয়ে কম এমবির সেরা এপস

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আজকাল মোবাইল এর মাধ্যমে প্রোগ্রামিং ও করা যায় তাই আমাদের দরকার হয় একটি ভাল  C প্রোগ্রামিং এডিটর ।আজকে আমি এপসটি কথা বলব তা হল C4droid. প্লে স্টোর এ এপসটির মূূল্য ২৫০ টাকা ।প্রথমে এপসটির কিছু ছবি দেখে নিন:

এপসটির মাধ্যমে কোড রান করার পাশাপাশি আপনি  C কোড এর এপস ও তৈরি করতে পারবেন।কিন্তু এপস কাস্টমাইজ করতে পারবেন না।এর জন্য দুটি প্লাগিন রয়েছে।আপনি যদি প্লে স্টোর থেকে এপস কেনেন তা হলেই প্লাগিন ইউজ করতে পারবেন ।যাই হোক এপস c program এর জন্য বেস্ট।এপসটির সাইজ মাত্র ২.৫ এমবি।

Download Here(2.5MB G Drive)

যারা মোবাইলে সি প্রোগ্রামিং করেন তারা অবশ্যই এ এপসটি ইউজ করবেন।এ এপস টি মোবাইলের র‍্যাম অনেক কম খায়। আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন।আমি সে বিষয়ে পোস্ট করার চেস্টা করব।

পোস্ট ভাল লাগলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন=>

Techbyside

পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Exit mobile version