মূলত এই সময়টাতে আমরা পূর্ববর্তী সময় গুলোতে ঢাকার ভয়ানক রূপ দেখতে পেতাম, প্রচণ্ড গরমে ঘরে থাকা যেত না ।
ভ্যাঁপসা গরম আমাদের জীবন যাপন করে দিতো বিপর্যস্ত।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এই সময়ে ঢাকায় দেখা মিলছে কুয়াশার, রাতের পরিষ্কার আকাশে দেখা মিলছে সুন্দর ফকফকা চাঁদের এবং তারার মেলা, দিনের বেলা মিলছে আগের চেয়ে বেশী পাখির কিচির মিচির এর শব্দ ।
মানুষের ঘরে থাকার সুযোগে যেন বাংলাদেশের প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়ে নিচ্ছে, ‘আখলাকুল মাখলুকাত’ – সৃষ্টির সেরা জীব মানুষকে হয়তো প্রকৃতি ভালো করে বুঝিয়ে দিচ্ছে সেরা জীবের কাছে সে এতদিন তার প্রাপ্য সম্মান টা পাচ্ছিলো না।
চলুন দেখে নেই কুয়াশা ঢাকা আজকের ঢাকা ও পারশ্ববর্তী এলাকার কিছু ছবি । ছবি গুলো ফেসবুকের Do Something Exceptional গ্রুপ এর একটি পোষ্ট থেকে নেয়া হয়েছে
মগবাজার, ঢাকা, পোষ্ট করেছেন – Wasifur Rahman Khan
আফতাবনগর, রামপুরা, ঢাকা। পোষ্ট করেছেন – Uddipon Aziz
কেরাণীগঞ্জ , পোষ্ট করেছেন Md. Nazmus Sakib Khan
নারায়ণগঞ্জ, পোষ্ট করেছেন Nam Nai
রাতের পরিষ্কার আকাশ ও জোছনার কিছু ছবি
চাঁদের এই ছবি গুলো তুলেছেন Mishuk Adhikari
সুন্দর এক বিকেলে ঢাকার এতো সুন্দর রঙ্গিন আকাশ আমরা খুব কমই দেখেছি
এই সুন্দর প্রকৃতি টা আমাদের, আমরা চাইলেই পারি সুন্দর এই প্রকৃতি কে সুন্দর রাখতে। আসুন নিজে যেখানে সেখানে ময়লা না ফেলি, অন্যকেও বারণ করি।
প্রকৃতির সাথে সাথে নিজের মনকেও পরিষ্কার করি এই সময়টাতে, যেন পরবর্তী সময়ে প্রকৃতির সাথে আরো ভালো বন্ধুত্ব করতে পারি।
পোষ্ট টি শেয়ার করে আপনার ফিড এ পজিটিভ কিছু ছড়িয়ে দিতে ভুলবেন না।
এই পোষ্ট এর সাথে আপনার পাঠানো ছবি সংযুক্ত করতে ইমেইল করুন support@trickbd.com এ ।