Site icon Trickbd.com

বিনামুল্যে ৫০০০ টাকা পর্যন্ত করোনা ইন্সুরেন্স সেবা নিন

Unnamed

বিনামুল্যে ৫০০০ টাকা পর্যন্ত করোনা ইন্সুরেন্স সেবা নিন  

সুপ্রিয় বন্ধুগন আশা করছি সবাই ভালো আছেন। দেশের এই দুর্যোগকালীন সময়ে নিয়ে এলাম নতুন একটি টিউটরিয়াল নিয়ে যেভাবে বিনামুল্যে করোরা ইন্সুরেন্স করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা । 

 

*** চলুন তার আগে জেনে নেই এই ইন্সুরেন্স বিষয়ক কিছু তথ্য :

রেজিস্ট্রেশন এর ৬০ দিন এর মধ্যে এই প্যাকেজ এর সদস্য, করোনা ভাইরাস সংক্রান্ত কারনে:​​

• ৩ রাত / তার বেশি সময় হাসপাতাল এ ভর্তি থাকলে ৫,০০০ টাকা ক্যাশ ক্লেইম করতে পারবেন
• ডাক্তারি উপদেশ অনুযায়ী ‘আইসোলেশন’ এর ক্ষেত্রে ২০০০ টাকার ক্লেইম সুবিধা
• সদস্যর মৃত্যু হলে, তার মনোনয়নকৃত নমিনি ২০,০০০ টাকার জীবন বীমা সুবিধা গ্রহন করতে পারবেন

তো চলুন শুরু করা যাক

প্রথমে যান এই লিংকে এরপর রেজিস্টেশন অপশন টি ট্যাপ করুন নিজের মোবাইল নং ও ইমেইল দিয়ে পরবর্তী ধাপ এ ক্লিক করুন। আপনার নাম্বারে একটি ওটিপি যাবে তা দিয়ে লগইন করুন।

এর পর নিজের তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন এন আই ডি অনুসারে।
সাথে নমিনির তথ্য ও প্রদান করে পরের ধাপ এ যান।



এরপর তথ্য গুলো কনফার্ম করুন তারপর পরে ধাপ এ যান ব্যাস হয়ে গেল আপনার ফ্রি করোনা ইন্সুরেন্স।

এরপর আপনি একটি কনফার্ম ম্যাসেজ পাবেন।

*** যেভাবে এই ইন্সুরেন্স ক্লেইম করবেন তা জানতে এই লিংকে ক্লিক করুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারো নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ