Site icon Trickbd.com

কারা পাচ্ছেন কোন ধাপে করোনার টিকা এবং টিকা পাবেন কি ভাবে বিস্তারিত জেনে নিন পোস্ট এ….!

Unnamed

27-01-2021 (বুধবার) থেকে বাংলাদেশে কর্মসূচির উদ্বোধন হয়। আগামি ৭ ফেব্রুয়ারি থেকে ৬৪ জেলায় ব্যাপকভিত্তিক টিকাদান শুরু হবে। করোনার টিকাদান কত দিন চলবে, তা এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ৩ টি ধাপে টিকা প্রদান করা হবে।

তো জেনে নিয়া যাক কে পাচ্ছে কোন ধাপে টিকা….!

যে সকল ব্যাক্তি করোনার টিকা নিতে আগ্রহী তাদের কে অনলাইন নিবন্ধন করতে হবে surokkha.gov.bd নামের ওয়েবসাইটে টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য প্রত্যেককে নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পেশা, শারীরিক জটিলতাসহ বিস্তারিত তথ্য দিতে হবে।

নিবন্ধিত ব্যক্তিদের তালিকা অনুযায়ী কবে ও কখন কাকে টিকা দেওয়া হবে, কোথায় ও কোন সময় তারা টিকা পাবেন, সবকিছু ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে হাজির হয়ে টিকা নেওয়া যাবে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ