Site icon Trickbd.com

ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine | Surokkha app registration —Complete Guide

Published by mrASFi

ভারতের উপহার সহ বাংলাদেশের কাছে বর্তমানে রয়েছে ৭০ লক্ষ করোনা ভ্যাক্সিন ডোজ। প্রতিজনকে দুটি করে ডোজ দেওয়া হলে কেবল ৩৫ লক্ষ মানুষই ভ্যাক্সিন নিতে পারবেন

 

চাহিদার তুলনায় ভ্যাক্সিনের পরিমাণ অনেক কম থাকায় Registration ছাড়া কেউই করোনা ভ্যাক্সিন নিতে পারবেন না

 

তাহলে ভ্যাক্সিন নিবো কিভাবে ?

 
 

 

ভ্যাক্সিন নেওয়ার পদ্ধতি একটু জটিল তবে আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি, শুনুন…

 

 

এই কথাগুলো নিচের Flow Chart এ সংক্ষেপে দেখানো হলো :-

 

যেভাবে নিবন্ধন করবেন…

 
 

 

১) প্রথমে www.surokkha.gov.bd/enroll এ ভিজিট করুন।

 

২) তারপর আপনার “পরিচয় যাচাই” ধরণ সিলেক্ট করুন। সাধারণ মানুষ হলে “নাগরিক নিবন্ধন” সিলেক্ট করুন। আর স্বাস্থ্য কর্মী, ব্যাংক কর্মকর্তা, খেলোয়াড় ইত্যাদি হলে তাদের জন্য অন্য অপশন রয়েছে।

 

৩) এরপর জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ (জাতীয় পত্র অনুযায়ী) প্রদান করুন। এবং Captcha টা পূরণ করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।

 

৪) এরপর আপনি স্ক্রিনে আপনার নাম দেখতে পাবেন। এখন আপনাকে নিজের মোবাইল নাম্বার দেওয়া লাগবে। এই নাম্বারে আপনাকে মেসেজ পাঠানো হবে।

 

৫) আপনার যদি অন্য কোনো রোগ থাকে তাহলে তা সিলেক্ট করুন (জটিল রোগে আক্রান্তদের টিকা দেওয়া হবে না)

 

৬) আপনার পেশা সিলেক্ট করুন। এবং আপনার পেশা Covid-19 এর সাথে যুক্ত কিনা তাও সিলেক্ট করুন (যুক্তদের তাড়াতাড়ি টিকা দেওয়া হবে)

 

৭) এবার আপনার ঠিকানা সঠিকভাবে পূরণ করুন

 

৮) টিকা গ্রহণের কেন্দ্র সিলেক্ট করুন (প্রত্যেক উপজেলায় আলাদা আলাদা কেন্দ্র রয়েছে)

 

৯) সবশেষে “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন।

 

 

 

 

কিভাবে জানবেন আপনার নিবন্ধন হয়েছে কিনা?

 

 

 

এর জন্য www.surokkha.gov.bd/vaccine-status ভিজিট করুন। তারপর NID নাম্বার, জন্মতারিখ দিন।  তারপর “যাচাই করুন” এ ক্লিক করুন।

 

তারপর আপনার মোবাইল নাম্বারে (৪ নং ধাপ) একটি OTP আসবে তা এখানে দিয়ে “স্ট্যাটাস যাচাই” তে ক্লিক করুন।

 

যদি সবকিছু ঠিক থাকে তাহলে অভিনন্দন নামে একটা মেসেজ দেখবেন

 

কিভাবে টিকা কার্ড সংগ্রহ করবো ?

 

 

 

এর জন্য www.surokkha.gov.bd/vaccine-card  ভিজিট করুন। তারপর NID নাম্বার, জন্মতারিখ দিন। তারপর “যাচাই করুন” এ ক্লিক করুন।

 

তারপর আপনার মোবাইল নাম্বারে (৪ নং ধাপ) একটি OTP আসবে তা এখানে দিয়ে “ডাউনলোড” এ ক্লিক করুন।

 

এই কার্ডটি দোকানে নিয়ে প্রিন্ট করে নিবেন এবং টিকা গ্রহণের দিন সাথে করে নিয়ে যাবেন।

 

কখন কোথায় টিকা দেওয়া হবে?

 

 

 

এটা আপনাকে মেসেজ করে বলে দেওয়া হবে তাই চিন্তা নেই। ভ্যাক্সিন গ্রহণের তারিখ এবং স্থান আপনাকে মেসেজ করে দেওয়া হবে এবং এটি আপনার বাসার আশেপাশে কোথাও হবে। ভ্যাক্সিন গ্রহণের সময় সাথে করে টিকা/ভ্যাক্সিন কার্ড এবং  NID কার্ড নিয়ে যেতে হবে।

 

ভ্যাক্সিন সনদ কোথায় পাবো?

 
 

 

যারা যারা ভ্যাক্সিন নিবে তাদের সবাইকে Certificate প্রদান করা হবে।  যা প্রমাণ করবে আপনার মাস্ক না পড়লেও চলবে।

সনদটি পাবেন এই লিংকে www.surokkha.gov.bd/certificate

 

দাম কতো করোনা ভ্যাক্সিনের ?

 
 

 

দাম সম্পর্কে সঠিক কোন তথ্য জানি না তবে অনেক জায়গায় শুনলাম প্রতি ডোজ ৪২৫ টাকা। তাহলে ২ ডোজ পরবে মাত্র ৮৫০ টাকা

এটা একদাম কোন ছাড় নেই

 

ভ্যাক্সিন নিলে কি বেঁচে যাবো?

 
 

 

সেটা বলা সম্ভব না। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আর মজার কথা হচ্ছে বর্তামানে ৫৫ বছরের নিচের কাউকে টিকা দেওয়া হবে না

 

আর যার টিকা তার NID দিয়ে রেজিষ্ট্রেশন করা লাগবে। এবং নিজে এসে টিকা লাগাতে হবে। দাদা-দাদীর নামে টিকা নিয়ে নিজে লাগাতে

পারবেন না

 

ভ্যাক্সিনের স্বাদ কেমন?

 

 

লবণ মরিচ দিয়ে খেতে মজাই লাগে  ?

 

ভ্যাক্সিনের কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে ?

 
থাকার সম্ভাবনা রয়েছে। এখনো মাত্র টিকা দেওয়া শুরু হয়েছে তাই বলা সম্ভব না। পরে জানা যাবে এই বিষয়ে

 

তো এই ছোট্টো প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনি পেয়ে যাবেন মহান করোনা ভ্যাক্সিন। সবাই ইচ্ছেমতো ভ্যাক্সিন নিতে থাকুন। আমি যাচ্ছি পরে কখনো দেখা হবে।

 

আল্লাহ হাফেজ

Vaccine Related যেকোন প্রশ্ন অথবা অন্য কোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার Telegram Channel