সবাই কেমন আছেন ?
আশা করি ভালো আছেন।
আজকে নিয়ে আসলাম আরেকটা টিউটোরিয়াল৷
আমরা অবগত আছি যে সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার জন্য ১৯ জুলাই পর্যন্ত একটা লিংক চালু রেখেছিল।
সেই লিংকে গিয়ে যারা আবেদন করেছেন অর্থাৎ সেই তথ্য ছক পূরণ করেছেন তারা এখন টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবারও বলতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র-ছাত্রী টিকা গ্রহনের জন্য ১৯ জুলাই পর্যন্ত তথ্যছক পূরণ করেছিলো,সেসকল শিক্ষার্থী “সুরক্ষা” এ্যাপস/ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।
১৮ বা তদূর্ধ্ব যারাই ঐ লিংকে গিয়ে তথ্য ছক পূরণ করেছিলেন সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভ্যাক্সিন এর জন্য টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?
রেজিস্ট্রেশন এর নিয়ম :
প্রথমে নিচের লিংকে যান
এবার শ্রেণি নির্বাচন করুন লিস্টে সবার নিচে(১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রী)
জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বক্সে প্রদর্শিত লিখাটি সঠিকভাবে লিখে “যাচাই করুন” অপশনে ক্লিক করুন।
এরপর মোবাইল নং, বর্তমান ঠিকানা, যে কেন্দ্র থেকে টিকা নিতে চান সিলেক্ট করে “সংরক্ষণ করুন” এ ক্লিক করবেন।
পরবর্তী ধাপে আপনার প্রদত্ত মোবাইল নং এ একটি ওটিপি যাবে,ওইটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
নিবন্ধন সম্পন্ন করার পর আপনার ফোন কিছুদিনের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন,কোন সময়ে আপনার নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করবেন।
⚠️ উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল ছাত্র-ছাত্রী জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্যছক পূরণ করেননি তারা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত নন।
ভাইবার অ্যাপ দিয়ে কথা বলুন যেকোনো নাম্বারে আনলিমিটেড। একই নাম্বারে বার বার নিতে পারবেন। কিভাবে নিতে হয় তা নিয়ে আমাদের কোর্স করুন। কোর্স ডিসকাউন্ট শেষ হতে যাচ্ছে আজকে।
পরবর্তী পর্ব সবার আগে পেতে ভিজিট করুন ।
ধন্যবাদ।