এত দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে করোনা টিকার আবেদন করে অনেকেই টিকা নিয়েছেন
কিন্তু যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা কি করে আবেদন করবে?
তার জন্য সরকারি একটি নোটিশ।
তো চলুন দেখি কিভাবে রেজিস্ট্রেশন করবো।
তার জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে।
Univac.Ugc.gov.bd
তারপর নিচের স্ক্রিনশটের মত করুন।
পরে আবার
এরপর আপনার ভার্সিটি নাম
কলেজ নাম
ডিপার্টমেন্ট নাম
তারপর student id তে আপনার ভারসিটির রেজিস্ট্রার নাম্বার দিন বা স্টুডেন্ট আইডি দিন বা রোল নাম্বার দিন
রেজিস্টার সফল।
আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?