Site icon Trickbd.com

পর্ব ১৬ ! crypto analysis এর tools !

আসসালামু আলাইকুম ডিজিটাল কারেন্সি শিক্ষা পর্ব ১৬ তে স্বাগতম।

আজকের পর্বতে বাকি crypto analysis এর tools গুলো নিয়ে আলোচনা করবো।

একেকটা টুলস এর কাজ একেক রকম।

আজকে বাকি টুলস গুলোর সংক্ষিপ্ত পরিচিতি দিবো।

১)  CoinGlass 
2)Dune 
3) Dexscreener
4) Dextools
5) Tokenterminal
6) DropsTab

1) CoinGlass 
এটার বিশেষ feature হলো এটায় প্রতিদিনের futures এর liqudation,funding rate সহ আরো অনেক metric দেখা যায়।
যেমন open interest,24 h Liquidation,Long/short etc!

২) Dune

মুলত বিভিন্ন token এর fundamental analysis করার জন্য।
এখানে বিভিন্ন free dashboard পাওয়া যায়।

সেগুলো token এর বিভিন্ন metrics analysis করা যায়।


৩ ও ৪ নং tools
dexcreener ও Dextools
এই দুইটা মুলত shitcoin analysis এর জন্য এগুলো দিয়ে আপনি মার্কেটে launch হওয়া বিভিন্ন নতুন trending shitcoin analysis করতে পারবেন।

৫)token terminal
এটা দিয়ে বিভিন্ন token এর ফান্ডামেন্টাল এনালাইসিস করা যায়।

 

 

 

৬)Dropstab 
এটা অনেকটা coinmarketcap এর মতোই তবে বেশ কিছু বাড়তি feature পাবেন।
যেমন কোন প্রজেক্ট এর binance এ list এর সম্ভাবনা বেশি?
সামনে potential airdrop দিতে পারে।
Vc funding rounds
Token unlocks এসব।

এরকম tools দিয়ে আপনি আপনার বিভিন্ন research করতে পারবেন।

একেকটা tools একেকরকম কাজের কিছু tools beginner দের জন্য।
কিছু advanced user দের জন্য।

কিছু technical analysis এর জন্য।
কিছু fundamental analysis এর জন্য।
আপনার যে বিষয়ে জানার দরকার সব ধরনের tools পাবেন।

ইনশাল্লাহ সামনে এই  tools গুলোর বিভিন্ন function এর ব্যবহার করে কিভাবে Analysis করতে পারবেন সেই জন্য বিস্তারিত article লিখবো।

নিয়মিত article পেতে trickbd এর সাথেই থাকুন।



এবং আমার telegram  channel subscribe করুন।
এখানে আমি বিভিন্ন update দিয়ে থাকি।