Site icon Trickbd.com

পর্ব ১৯ কিভাবে Coinmarketcal use করবেন দেখে নিন। free tools!

আসসালামু আলাইকুম!
আজকের পর্বে আমরা জানবো একটা basic free tools!
নাম coinmarketcal!
Coinmarketcal এমন একটা site যেখানে একটা coin এর বিভিন্ন event দেখা যায়।
ভবিষ্যতে কি কি event আসতে চলেছে সেসব।
এখানে কিছু contributors থাকে তারাই বিভিন্ন source থেকে খবর এনে upload করে এবং সেটাই coinmarketcal  list আকারে দেখায়।

এটা খুবই কাজের টুলস!

এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন

১)কিভাবে একটা coin এর Event বের করতে হয়।
২) কোন কোন Event গুলো significant বা coin এর price বাড়াতে পারে।
৩) এটার ব্যবহার।

সকলকে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
এবং আমার ছোট টেলিগ্রাম চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো।

প্রথমে visit করুন coinmarketcal.com

এখানে visit করলে random বিভিন্ন coin এর event দেখতে পাবেন।

তবে নির্দিষ্ট coin কে Filter করার জন্য
আপনার দরকার হবে Search করা৷
এখানে বিভিন্ন parameters set করে
filter করা যায়

এজন্য আপনার দরকার হবে date দিয়ে filter করা।
যেহেতু past event গুলোর মুল্য নেই।
সুতরাং প্রথমে একটা date set করুন।

এরপর keywords এখানে আপনার coin related kw লেখতে পারেন।
এরপরে coins এ top 100 থেকে 300 coin দেখতে পাবেন।
আবার চাইলে আপনার নিজের পছন্দের যেকোন coin কে select করতে পারেন।

 

 

এরপর category option এ আপনার পছন্দের event কে select করুন।
এরপর যেমনঃ Airdrop,roadmap,partnership etc!

এরপরে hot,trending,significant এসব
select করুন।

sort by তে যেভাবে ইচ্ছা সেভাবে selected করুন।

exchange option এ আপনার coin টা যেই exchange এ listed সেটা দিন।
আবার চাইলে all ও দিতে পারেন।

Hnc coin টা select করলাম।

Hnc coin এর জন্য exchange event দেয়ার পরে এটার সামনের ১৫ তারিখে listing আছে সেটা দেখাচ্ছে।

 

এভাবেই filter করে আপনি আপনার পছন্দের coin এর সব event দেখতে পাবেন।

আবার শুধু বিভিন্ন coin এর শুধু highlights ও দেখতে পারবেন চাইলে।

সেজন্য highlights option এ গেলে পাবেন।
এখানে বিভিন্ন coin এর ব্যাপারে highlight করা থাকে।

আপনি আরো update চাইলে।
তাদের telegram channel
ও twitter follow করতে পারেন।

কোন কোন event এ সাধারনত token এর price বাড়ে?
1)supply burning
2) বড় কোন কোম্পানির সাথে partnership!

3)rebrand বা coin এর নাম পরিবর্তন করা।
৪) পুরাতন coin নতুন কোন exchange list করা।
৫) Mainnet launch!
6) Hard fork

এসব কারনে আসলে দাম বেড়ে যায়।
 যেসব কারনে দাম কমে যায়?

hacking হওয়া
coin এর মালিক arrest
huge পরিমানে supply unlock
যেকোন negative news

মোটামুটি সবাই বুঝতে পারছেন এই সাইটের কাজ।

সকলকে আমার টেলিগ্রাম চ্যানেল ঘুরে আসার আমন্ত্রন রইলো।